TRENDING:

AC কোচে আরামে ভ্রমণ করতে বিনা টিকিটেই উঠে পড়েছিলেন পুলিশকর্মীর স্ত্রী ! TTE এসে টিকিট চাইতেই উত্তপ্ত হল পরিস্থিতি, তারপর…

Last Updated:

রাজস্থানের কোটায় নিজের উর্দির ক্ষমতা প্রদর্শন করে নিজের স্ত্রীকে রীতিমতো বিনে পয়সায় ট্রেনের সেকেন্ড এসি কামরায় তুলে দিয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। তবে টিকিট পরীক্ষক এসে কার্যত ভেঙে দিলেন তার উর্দির ক্ষমতার অপব্যবহারের আস্ফালন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোটা, রাজস্থান: বিনা টিকিটে যাত্রীদের ভ্রমণের কারণে ভারতীয় রেলওয়েকে প্রতি বছর প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। এর জেরে ট্রেনে ট্রেনে কড়া নজরদারি চালানো হয়। আর বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের ধরতে পারলে তাদের থেকে প্রচুর জরিমানা নেওয়া হয়। সাধারণ মানুষ কখনও বাধ্য হয়ে তো আবার কখনও বা টাকা বাঁচানোর জন্য স্লিপার বা জেনারেল ক্লাসে টিকিট ছাড়াই ভ্রমণ করে থাকেন। কিন্তু রাজস্থানের কোটায় নিজের উর্দির ক্ষমতা প্রদর্শন করে নিজের স্ত্রীকে রীতিমতো বিনে পয়সায় ট্রেনের সেকেন্ড এসি কামরায় তুলে দিয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। তবে টিকিট পরীক্ষক এসে কার্যত ভেঙে দিলেন তার উর্দির ক্ষমতার অপব্যবহারের আস্ফালন।
AC কোচে আরামে ভ্রমণ করতে বিনা টিকিটেই উঠে পড়েছিলেন পুলিশকর্মীর স্ত্রী ! (Representative Image)
AC কোচে আরামে ভ্রমণ করতে বিনা টিকিটেই উঠে পড়েছিলেন পুলিশকর্মীর স্ত্রী ! (Representative Image)
advertisement

আরও পড়ুন– আলু আর সর্ষে চাষ করার পর কি জমি খালি পড়ে রয়েছে? তাহলে এই ফসলটি চাষ করে দেখুন, মাত্র ৪০ দিনের মধ্যেই হবে লক্ষ্মীলাভ

জানা গিয়েছে যে, অভিযুক্ত ওই কনস্টেবলের নাম এমকে মীনা। নয়াদিল্লি জিআরপি-তে রয়েছেন তিনি। সেকেন্ড এসি-তে নিজের স্ত্রীর যাতায়াতের বন্দোবস্ত করেছিলেন তিনি নিজেই। কনস্টেবলের টিকিট ছিল, কিন্তু স্ত্রী বিনা টিকিটেই ওই কামরায় ভ্রমণ করছিলেন। এরপর টিকিট পরীক্ষক এসে টিকিট চাইতেই শুরু হয় ঝামেলা। নিজের উর্দির পরিচয় দিয়ে টিকিট পরীক্ষককে রীতিমতো শাসাতে শুরু করেন ওই কনস্টেবল। এদিকে ট্রেনের ভিতরে টিকিট পরীক্ষক এবং কনস্টেবলের ঝামেলায় কামরার পরিস্থিতিও উত্তপ্ত হয়ে ওঠে।

advertisement

আরও পড়ুন– হোলির পবিত্র দিনে বড়সড় খবর দিল্লিবাসীর জন্য! আর যেতে হবে না উত্তর প্রদেশ কিংবা হরিয়ানায়, দারুণ পরিকল্পনা আনতে চলেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

এটা বলা হচ্ছে যে, এটি গত ১০ মার্চের ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছে ২০৪৫২ নয়াদিল্লি-সোগারিয়া ট্রেনে। টিটিই যখন ওই কনস্টেবলের স্ত্রীর টিকিট চান, তখন কনস্টেবল টিটিই-র সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। কামরা ভর্তি যাত্রীর সামনেই নিজের উর্দি দেখিয়ে ক্ষমতার আস্ফালন করতে শুরু করেন অভিযুক্ত পুলিশকর্মী। এরপরেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে সমস্ত তথ্য দেন টিকিট পরীক্ষক। অবশেষে কনস্টেবলের স্ত্রীর নামে চালান কেটে তাঁকে স্লিপারে পাঠানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ট্রেনের কর্মীরা। কোটা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম সৌরভ জৈন বলেন যে, বিষয়টি তদন্ত করার পরে সমস্ত নিয়ম মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে। টিকিট পরীক্ষক রাকেশ কুমার ওই মহিলার নামে ৫৩০ টাকার একটি চালান কেটেছেন। এখানেই শেষ নয়, ওই টিকিট পরীক্ষক ঘটনার ভিডিও বানানোর চেষ্টা করলে কনস্টেবল তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে প্রমাণ পাওয়া গেলেই অবিলম্বে ওই অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই মতো প্রস্তুতিও চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
AC কোচে আরামে ভ্রমণ করতে বিনা টিকিটেই উঠে পড়েছিলেন পুলিশকর্মীর স্ত্রী ! TTE এসে টিকিট চাইতেই উত্তপ্ত হল পরিস্থিতি, তারপর…
Open in App
হোম
খবর
ফটো
লোকাল