সম্প্রতি এক ভারতীয় পর্যটক একটি ভিডিও শেয়ার করেন, যেটি ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, ব্রিটিশ মিউজিয়ামের অনুদান বাক্সে কেউ একটি মাত্র ১০ টাকার ভারতীয় নোট ফেলেছেন, যা এক ব্রিটিশ পাউন্ডেরও কম। ভিডিওতে লেখা ছিল, “Welcome to the British Museum. Every £ helps the Museum’s work.”
আরও পড়ুন: সাপের এমন অভিনয় আগে দেখেছেন? হালকা স্পর্শ পেতেই মৃত্যুর অভিনয়, লুটিয়ে পড়ল মাটিতে! দেখুন ভিডিও…
advertisement
ক্যামেরা জুম করতেই দেখা যায়, সেই বাক্সে একটি ১০ টাকার নোট স্পষ্টভাবে রাখা রয়েছে। এই দৃশ্য দেখে অনেকেই হাসিতে ফেটে পড়েন এবং অনেকে মিউজিয়ামের অনুদানের অনুরোধকে ব্যঙ্গ করে মন্তব্য করেন।
ইনস্টাগ্রামে ওই পর্যটক ক্যাপশনে লেখেন, “Core memory created. কিসি নে কোহিনূর কা বদলা লে লিয়া গাইজ।” (কেউ কোহিনূরের বদলা নিয়ে নিয়েছে, বন্ধুরা।) চিরায়ু মিস্ত্রী (@chirayu_m) নামে একজন ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেন।
আরও পড়ুন: বিহারে কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট! বাবার নাম ‘কুত্তা বাবু’! প্রশাসনিক গাফিলতিতে তোলপাড়…
পোস্টটি দেখে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “সারা বিশ্বের জিনিস চুরি করেছে, আর এখন অনুদান চাইছে? এটা শুধু ব্রিটিশরাই করতে পারে।” আরেকজন লেখেন, “তাহলে এখন ওরা চুরি বন্ধ করে ভদ্রভাবে চাইছে, তাই তো?”
একজন আরও ব্যঙ্গ করে লেখেন, “চুরি থেকে ভিক্ষা পর্যন্ত যাত্রা।” আরেকজন মন্তব্য করেন, “যিনি ওই ১০ টাকা রেখেছেন, তিনি আসলেই একজন কিংবদন্তি।” কেউ আবার রসিকতা করে লেখেন, “ইচ্ছা করে রেখেছে ওটা।” আরেকজন বলেন, “এখন ওদের ৪৫ ট্রিলিয়ন ও আমাদের ১০ টাকা ফেরত দিতে হবে।”
ব্রিটিশ মিউজিয়াম এবং যুক্তরাজ্য সরকার কখনওই কোহিনূর হীরা ফেরত দেওয়া নিয়ে পরিষ্কার কিছু বলেনি। তবে চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের কালচার, মিডিয়া এবং স্পোর্টস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত লিসা ন্যান্ডি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঐতিহাসিক সম্পদের ভাগাভাগি ও সংরক্ষণ নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, “এই বিষয়ে আমি আমার ভারতীয় প্রতিপক্ষের সঙ্গেও আলোচনা করেছি।”