এ এক রহস্য। চালক বা যাত্রীর চোখের সামনেই রয়েছে। অথচ এটা সম্পর্কে পুরোপুরি অবগত নন অনেকেই। সেটা কী? গাড়ির সিট বেল্টে একটা গোপন বোতাম থাকে। এটা খুব দরকারি। কিন্তু হলফ করে বলা যায়, এই বোতাম সম্পর্কে অধিকাংশ মানুষ কিছুই জানেন না।
আরও পড়ুন– গরমকাল তো প্রায় এসেই গেল; ত্বকের যত্ন নেওয়ার জন্য কী কী করণীয়? দেখে নিন একঝলকে
advertisement
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি @epiccfacts নামের টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে সিট বেল্টের এই গোপন বোতাম এবং তার কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন ওই টিকটক ইউজার।
সিট বেল্টের এই বোতামের কাজ খুব সহজ। খুঁটিয়ে দেখলে সহজে বোঝাও যায়। কিন্তু তারপরেও এটা সম্পর্কে অনেকেই জানেন না। আসলে এই বোতামটাই সিট বেল্টকে আটকে রাখে, পিছনে যেতে বাধা দেয়।
সিট বেল্টে বোতাম কেন: সিট বেল্টে একটা চওড়া ফিতে লাগানো থাকে। সিটে বসে যাত্রী যখন সিট বেল্টটা টেনে পাশের খাপে ঢোকান তখন কোণাকুনিভাবে ফিতেটা আটকে যায়। কিন্তু খোপ থেকে বের করলেই ফিতে আলগা হয়ে যায়। তখন পিছলে পিছন দিকে সরে যায়। বারবার খোলাপরায় যাতে অসুবিধা না হয়, তার জন্যই সিল্ট বেল্টে এই ছোট বোতাম দেওয়া হয়েছে। এটা চাপলেই ফিতেটা আর পিছন দিকে যাবে না। সামনে টাইট হয়ে থাকবে। এর ফলে সিট বেল্ট লাগাতে অসুবিধা হয় না।
এই ভিডিওটি প্রায় এক বছর আগে Cj নামের একটি ইউটিউব চ্যানেলও পোস্ট করেছিল। তারাও একই কথা জানিয়েছে। গাড়ির কথা যখন হচ্ছেই তখন ড্যাশবোর্ডের একটি বিশেষ চিহ্ন সম্পর্কেও বলে রাখা ভাল। এটাও জানা জরুরী। অনেক কাজে লাগবে। ড্যাশবোর্ডে পেট্রোল ট্যাঙ্ক এবং একটা তীরের ছবি থাকে। এটা আর কিছুই নয়, তীর বলে দেয় গাড়ির পেট্রোল ট্যাঙ্ক কোনদিকে রয়েছে।