TRENDING:

সস্তায় হোটেল থেকে বিনামূল্যে চিকিৎসা, ট্রেনের কনফার্ম টিকিট থাকলে মিলবে এই ৬ বাড়তি সুবিধা

Last Updated:

রাঁচির রেলওয়ে বিভাগের সিনিয়র ডিসিএম নিশিকান্ত কুমার লোকাল 18-কে বলেন, ট্রেনের টিকিট অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। পাওয়া যায় খাবার থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত। শুধু এই সম্পর্কে জানতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিখা শ্রেয়া, রাঁচি : ট্রেনে যেতে হলে টিকিট কাটতে হবে। সাধারণ নিয়ম। কিন্তু এই টিকিট কেটে শুধু ট্রেন যাত্রা নয়, আরও বেশ কিছু সুবিধা পাওয়া যায়। এই বিষয়ে অনেকেই জানেন না। রাঁচির রেলওয়ে বিভাগের সিনিয়র ডিসিএম নিশিকান্ত কুমার লোকাল 18-কে বলেন, ট্রেনের টিকিট অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। পাওয়া যায় খাবার থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত। শুধু এই সম্পর্কে জানতে হবে।
ট্রেনের কনফার্ম টিকিট থাকলে মিলবে এই ৬ বাড়তি সুবিধা
ট্রেনের কনফার্ম টিকিট থাকলে মিলবে এই ৬ বাড়তি সুবিধা
advertisement

ট্রেনের টিকিট থেকে এই সুবিধাগুলো পাওয়া যায়:

প্রথমত, কনফার্ম টিকিট দেখিয়ে আইআরসিটিসি-র ডরমিটারি ব্যবহার করা যায়। মাত্র ১৫০ টাকায় মেলে একটা বেড। তবে শুধুমাত্র ২৪ ঘণ্টা এই বেড ব্যবহার করতে পারবেন যাত্রী।

আরও পড়ুন– ‘দয়া করে মদ্যপ অবস্থায় বিয়েবাড়ি আসবেন না…’, আমন্ত্রণ পত্রে অভিনব বার্তা দেখে কী প্রতিক্রিয়া দিচ্ছে নেটদুনিয়া?

advertisement

দ্বিতীয়ত, ভারতীয় রেলে, বালিশ, বিছানার চাদর এবং কম্বল এসি ১, ২ এবং ৩-এ বিনামূল্যে পাওয়া যায়। গরিব রথেও এই সমস্ত সুবিধা বিনামূল্যে মেলে। এখন যদি এসিতে এই জিনিসগুলি না পাওয়া যায়, তবে ট্রেনের টিকিট দেখিয়ে গ্রাহক এই জিনিসগুলির অ্যাক্সেস পেতে পারেন। এর জন্য কোনও অতিরিক্ত ফি দিতে হবে না।

তৃতীয়ত, ট্রেনে মেডিক্যাল এমার্জেন্সির ব্যবস্থা থাকে, যাতে কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা শুরু করা যায়। এর জন্য শুধু ট্রেনের আরপিএফ জওয়ানকে জানাতে হবে। ১৩৯ নম্বরে কল করা যায়। তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা সুবিধা চলে আসবে। ট্রেনে প্রয়োজনীয় সুবিধা না থাকলে পরবর্তী স্টেশনে চিকিৎসার বন্দোবস্ত করে দেয় রেল কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন-বালি-সিমেন্ট নয়, গোবর-আমলা-চুন দিয়ে বাড়ি বানিয়েছেন কুমার বিশ্বাস! প্রচণ্ড গরমেও ঘর থাকে ঠান্ডা

চতুর্থত, কোনও যাত্রী যদি রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনের টিকিট কাটেন এবং ট্রেন ২ ঘণ্টার বেশি লেট করে তাহলে আইআরসিটিসি-র ক্যান্টিন থেকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। খাবার না দিলে যাত্রী ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।

advertisement

পঞ্চমত, সমস্ত রেল স্টেশনে লকার রুম এবং ক্লোক রুম থাকে। যাত্রীরা প্রায় ১ মাস লকার বা ক্লোক রুমে জিনিসপত্র রাখতে পারেন। তবে এর জন্য কনফার্ম টিকিট থাকতে হবে। প্রতিদিনের ভাড়া ৫০ টাকা থেকে ১০০ টাকা।

ষষ্ঠত, টিকিট দেখিয়ে নন এসি বা এসি ওয়েটিং রুমে বিশ্রাম নেওয়া যায়। এর জন্য কোনও চার্জ দিতে হয় না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

কনফার্ম টিকিট থাকার পরেও এই সুবিধাগুলি না পেলে যাত্রী ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সস্তায় হোটেল থেকে বিনামূল্যে চিকিৎসা, ট্রেনের কনফার্ম টিকিট থাকলে মিলবে এই ৬ বাড়তি সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল