আরও পড়ুন: গৃহদেবতা স্থাপন করে ফেললেই হল না, নিয়ম মেনে করলে তবেই হবে সিদ্ধিলাভ
বৈদিক শাস্ত্রতে বেলপাতাকে অনেক রূপে বর্ণনা করা হয়েছে ৷ যেমন--
advertisement
১৷ বেলপাতার তিনটি পাতা আসলে পূজা, স্তোত্র ও জ্ঞান ৷
২৷ বেলডাল হল সৃষ্টি, স্থিতি, লয় ৷
৩৷ বেলগাছের তিনটি পাতা একসঙ্গে থাকলে তখন তাকে পরিপূর্ণ বেলপাতা বলা হয় ৷ এই তিনটি পাতা হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ৷
৪৷ বেলপাতার সামনের অংশকে বলা হয় অমুর্যাম ৷
৫৷ বেলফলকে শ্রীফল বলা হয় ৷
advertisement
৬৷ আর যদি কোনও যজ্ঞে ছেঁড়া বিল্ব পত্র অর্পণ করা হয়, তা পাপ কার্য বলে বিবেচিত হয় ৷
Location :
First Published :
July 31, 2018 8:37 AM IST