গৃহদেবতা স্থাপন করে ফেললেই হল না, নিয়ম মেনে করলে তবেই হবে সিদ্ধিলাভ

Last Updated:

সংসারের মঙ্গল কামনায় ও শ্রীবৃদ্ধির লক্ষ্যে বাড়িতে গৃহদেবতা স্থাপন করা আবশ্যিক ৷ কিন্তু গৃহদেবতাকে গৃহে প্রতিষ্ঠিত করতে গেলে সঠিক সময় নির্বাচন করা অত্যন্ত জরুরি ৷

#কলকাতা: সংসারের মঙ্গল কামনায় ও শ্রীবৃদ্ধির লক্ষ্যে বাড়িতে গৃহদেবতা স্থাপন করা আবশ্যিক ৷ কিন্তু গৃহদেবতাকে গৃহে প্রতিষ্ঠিত করতে গেলে সঠিক সময় নির্বাচন করা অত্যন্ত জরুরি ৷
শাস্ত্রেও দেবপ্রতিমা স্থাপনের জন্য শুভ মুহূর্তের বিধান রয়েছে। শুভ মুহূর্তে প্রতিমা স্থাপন করলে সংসারের শ্রীবৃদ্ধি হয় ৷ সাধারণ ভাবে সমস্ত দেবপ্রতিমা স্থাপনের জন্য সূর্যের উত্তরায়ণ কাল শুভ। সূর্যের এই কাল মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে হয়। দেবমূর্তি প্রতিষ্ঠার জন্য অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্য, উত্তরভাদ্রপদ, উত্তরফাল্গুনী, উত্তরাষাঢ়া, হস্তা, চিত্রা, স্বাতী, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা নক্ষত্র শুভ। তবে, শাস্ত্রমতে অমাবস্যা বা অন্য কোনও রিক্ত তিথিতে প্রতিমা স্থাপন নিষিদ্ধ। বারের মধ্যে শনি-মঙ্গলবার ব্যতিত অন্য যে কোনও দিন দেবমূর্তি প্রতিষ্ঠা করা যায়। সুতরাং মাস, তিথি, নক্ষত্র এবং ওই উল্লেখিত বারগুলিতেই গৃহ-প্রতিমা স্থাপন করা উচিত।
advertisement
Puja
advertisement
বিভিন্ন প্রতিষ্ঠাশাস্ত্র এবং আগমনগ্রন্থে দেবপ্রতিমা স্থাপনের পূর্বে ভূতশুদ্ধি, বাস্তুপূজার মণ্ডপ নির্মাণ, পঞ্চ সুসংস্কার বেদী নির্মাণ, প্রতিষ্ঠার জন্য নান্দীশ্রাদ্ধ, প্রতিমার জলাধিবাসন, বস্ত্রাধিবাসন, অন্নাধিবাসন, রত্নাধিবাসন, রত্নোদক, ফলোদক, ইক্ষুরসোদক এবং পঞ্চামৃত প্রভৃতি ঘট দিয়ে অভিষেক করার কথা বলা আছে। এর পর দেবপ্রতিমাকে মধু, অর্ক প্রভৃতি দিয়ে পুজো করে শয্যাধিবাস, সর্বাঙ্গন্যাসপূর্বক দেবপ্রতিমা প্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া আছে। সুতরাং গৃহে দেবমূর্তি প্রতিষ্ঠার আগে উপযুক্ত কোনও ব্রাহ্মণ বা পণ্ডিতকে দিয়ে এই সব কাজ সম্পাদন করা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গৃহদেবতা স্থাপন করে ফেললেই হল না, নিয়ম মেনে করলে তবেই হবে সিদ্ধিলাভ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement