এইভাবে স্থাপন করুন জলশঙ্খ, অর্থকষ্ট দূর হবে
Last Updated:
বিষ্ণুর একটি হাতে থাকে শঙ্খ ৷ শঙ্খ আসলে বিজয়ের প্রতীক ৷ মঙ্গলেরও প্রতীক হিসাবে ধরা হয় শঙ্খকে ৷ জলশঙ্খের আর এক নাম দক্ষিণা শঙ্খ ৷ এই শাঁখ বাজানো হয় না ৷
#কলকাতা: বিষ্ণুর একটি হাতে থাকে শঙ্খ ৷ শঙ্খ আসলে বিজয়ের প্রতীক ৷ মঙ্গলেরও প্রতীক হিসাবে ধরা হয় শঙ্খকে ৷ জলশঙ্খের আর এক নাম দক্ষিণা শঙ্খ ৷ এই শাঁখ বাজানো হয় না ৷ তবে বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ যুগ্ম ভাবে লক্ষ্মী–নারায়ণের কৃপাধন্য। শাস্ত্র মতে, এই শঙ্খের গুরুত্ব অসীম ৷ তবে নিয়ম মেনে তা স্থাপন করতে পারলে তবেই তা ভাল ফল দেয় ৷
• বলা হয়, এই শঙ্খের জল গোহত্যা বা শিশুহত্যার মতো পাপ থেকে মুক্তি দেয় ৷
advertisement
• বাস্তুতে ভুল থাকলে বাড়ির সেই বাস্তুদোষ কাটাতে সাহায্য করে জলশঙ্খ ৷
ভাল ফল পেতে কীভাবে স্থাপন করবেন এই দক্ষিণাবর্ত শঙ্খ---
• এই শঙ্খ স্থাপনের জন্য পঞ্চামৃত বিশেষ প্রয়োজন। প্রথমে শঙ্খটিকে পঞ্চামৃত দিয়ে তাম্রপাত্রে লাল কাপড় বিছিয়ে শঙ্খটিকে রেখে তাতে আতপ চাল দিন।
advertisement
• চালের মধ্যে একটি গোটা সুপারি ও একটি লক্ষ্মী গণেশ মুদ্রা রাখুন। এবার এই মন্ত্রটি উচ্চারণে শঙ্খের প্রাণ প্রতিষ্ঠা করুন (হরি ওঁ হরি ওঁ হরি ওঁ)।
•সাধ্যমত নৈবেদ্য, মিষ্টান্ন, ঘৃত, প্রদীপ, ধূপ, কর্পূর দিয়ে আরতি করে পূজা করুন। শঙ্খে একটি লাল পদ্ম অর্পণ করুন। তারপর বাড়ির ঠাকুরের স্থানে এটিকে রেখে প্রতি দিন পূজা করতে পারেন অথবা নতুন লাল চেলিতে শঙ্খটিকে জড়িয়ে টাকা রাখার স্থানে বা আলমারির লকারে রেখে দিন।
advertisement
• অর্থ কষ্ট দূর করতে অবশ্যই সুফল পাবেন। যাঁদের বাড়িতে বড় ব্যবসা রয়েছে তাঁরা অবশ্যই এই শঙ্খ প্রতিষ্ঠা করুন ৷
Location :
First Published :
July 29, 2018 8:32 AM IST