শনিবারে ভুলেও এসব কাউকে দেবেন না !

Last Updated:

শাস্ত্রে রয়েছে, শনি যাদের সহায় থাকে তাঁদের উন্নতি কে আটকায়?

#কলকাতা: শাস্ত্রে রয়েছে, শনি যাদের সহায় থাকে তাঁদের উন্নতি কে আটকায়? আবার শাস্ত্র বলছে, যাদের ওপর শনি প্রকোপ পড়ে, তাদের অতীত-বর্তমান-ভবিষ্যতেই বড় প্রশ্ন চিহ্ন ৷ তাই শনি দেবতাকে খুশি করাটা কিন্তু অত্যন্ত জরুরী ৷
শাস্ত্র বলছে, সূর্য ও ছায়ার পুত্র হল শনিদেব ৷ সূর্যের আলো থেকে শনি দেবতা যেমন আলো নিয়ে জীবনকে উজ্জ্বল করে তোলে ৷ তেমনি দরকার পড়লে ছায়া থেকে অন্ধকারও ধার করেন শনি ৷ শনি দেবতা মানুষের ভালো কাজ ও মন্দ কাজের হিসেব গুণে রাখেন ৷ আর সেই অনুযায়ীই, মানুষের কর্মফল রচনা করেন শনিদেব ৷
advertisement
advertisement
তবে শনিকে খুশি করতে কয়েকটি নিয়ম মেনে চলাই যায় ৷ শাস্ত্রে রয়েছে, সংসারে সমৃদ্ধি, সুখ-শান্তি, উন্নতি বাজর রাখতে নিচের কয়েকটি জিনিস দান করা একেবারেই উচিত নয় ৷
advertisement
মুক্ত- শনিবার কাউকে মুক্ত উপহার দিলে সংসারে অর্থাভাব লেগেই থাকবে৷
ছুঁড়ি বা কাঁচি- ছুঁড়ি বা কাঁচি অথবা অন্যান্য ধারালো জিনিস উপহার দিলে পারিবারিক অশান্তি হতে পারে ৷
রুপো- দুভার্গ্য ডেকে আনে ৷
লাল জামা- দুর্ঘটনার মুখে পড়তে পারেন ৷
পারফিউম- নিজের জীবন থেকে সুখ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শনিবারে ভুলেও এসব কাউকে দেবেন না !
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement