আপনি রাতে কী স্বপ্ন দেখেন ? জেনে নিন কোন স্বপ্ন দেখলে কী হয়
Last Updated:
#কলকাতা: স্বপ্ন দেখে না এমন লোক খুব কম আছেন এই দুনিয়াতে। কিন্তু স্বপ্নের আক্ষরিক মানে ছাড়াও কিছু অন্যরকম মানে আছে এমনকী তা আপনার শোওয়ার পদ্ধতির উপরও নির্ভর করে। জেনে নিতে পারেন কী স্বপ্ন দেখলে কি হয়।
•স্বপ্নে মাছ দেখলে: স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করেযদি স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন, তাহলে অর্থ প্রাপ্তি হবে। আর যদি মাছ ফসকে যায় তাহলে টাকা আসবে, তবে তা খরচও হয়ে যাবে।
•স্বপ্নে নিজের গরু দেখলে: স্বপ্নে নিজের গরু দেখা মানে হল ধনসম্পত্তি প্রাপ্তি হবে। আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাতছাড়া হবে।
advertisement
advertisement
•উকুন দেখলে: স্বপ্নে উকুন দেখলে অসুখ হয়। উকুন দেখলে শত্রু তা বাড়ে। আর উকুন মারতে দেখলে শত্রুর সংখ্যা কমে।
advertisement
•ঘনিষ্ঠ হতে দেখলে: স্বপ্নে কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বা কারও সঙ্গে শারীরিক সম্পর্ক হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন।
•উপর থেকে পড়ে যেতে দেখলে: স্বপ্নে উপর থেকে নীচে পড়ে যেতে দেখার অর্থ হল কাজে অবনতি। এর আরেকটি অর্থ রয়েছে, তা হল মানুষটি মানসিক চাপে রয়েছেন এবং বিষন্নতায় ভুগছেন।
advertisement
•জলে ডুবে যাওয়া দেখলে: স্বপ্নে জলে ডুবে যাওয়ার অর্থ হল বিপদগ্রস্ত হওয়ার আভাস। তবে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস।
•সাপ দেখলে: স্বপ্নে সাপ দেখার অর্থ হল শত্রু বৃদ্ধি। তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন। স্বপ্নে সাদা সাপ দেখা সৌভাগ্যের লক্ষণ।
advertisement
•দাঁত নড়তে দেখলে: স্বপ্নে দাঁত নড়তে দেখলে অভিভাবক কেউ অসুস্থ হয়ে পড়বে। আর দাঁত পড়ে যাওয়া দেখলে অভিভাবক কেউ মারা যাবে। নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তি লাভ হবে।
•ফল ভর্তি গাছ দেখলে: ফল ভর্তি গাছ দেখার অর্থ হল ধনসম্পত্তি লাভ। গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখলে অর্থ প্রাপ্তি হবে।
advertisement
•গায়ে আগুন লাগা: গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়। সেটা গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। এর আরেকটা অর্থ হল বিপদগ্রস্ত হওয়া।
•নিজেকে নগ্ন দেখা: নিজেকে নগ্ন দেখার অর্থ হল সম্মানহানি। অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হলো তার সম্মানহানি হবে।
view commentsLocation :
First Published :
July 28, 2018 9:03 AM IST

