প্রৌঢ়ার অসাধ্যসাধনের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নেটিজেন বিষ্ণু৷ ভিডিও-র সঙ্গে শেয়ার করা হয়েছে বিস্তৃত ক্যাপশন৷ সেখানে নিজেদের পাহাড় চড়ার অভিজ্ঞতা এবং ট্রেকারদের উৎসাহ ও প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা৷ জানা গিয়েছে, পাহাড়প্রেমী এই প্রৌঢ়া চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে রোপ ক্লাইম্বিং করছেন৷
তিনি তাঁর ছেলে এবং বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরু থেকে এসেছিলেন৷ কর্নাটকের বাইরে এটাই তাঁর প্রথম সফর৷ জানিয়েছেন, গত ৪০ বছর ধরে তিনি বিবাহিত জীবনের দায়িত্বভার সামলেছেন৷ এখন তাঁর সন্তানরা সকলেই প্রাপ্তবয়স্ক৷ তাই এখন তিনি নিজের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করতে চান৷
advertisement
আরও পড়ুন : দীর্ঘ চেষ্টায় উদ্ধার কৃষিজমিতে গর্তের ভিতরে আটকে পড়া হস্তিশাবক
চিরসবুজ এই প্রৌঢ়ার কৃতিত্বে মুগ্ধ নেটিজেনরা৷ মন্তব্য এবং কুর্নিশ স্রোতে ভেসে গিয়েছে তাঁর কীর্তি৷ তাঁর শৃঙ্গ জয়ে সকলের মুখেই একই কথা ‘সাবাশ’! পোস্ট করার পর থেকে এখনও অবধি ভিডিওতে ভিউজ ছাপিয়ে গিয়েছে ৮৬ হাজার! লাইক এসেছে ৯ হাজারেরও বেশি৷
আরও পড়ুন : দিনদুপুরে সাঙ্ঘাতিক ঘটনা! রোগী-সহ অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার ধারের নয়ানজুলিতে
তবে প্রৌঢ়ত্বের কুর্নিশ এটাই প্রথম নয়৷ এর আগে ৮২ বছর বয়সি এক বৃদ্ধা ভারোত্তলন করে এবং শরীরচর্চার কেরামতিতে বাজিমাত করেছিলেন নেটিজেনদের মধ্যে৷ অতিমারির লকডাউনে তাঁকে দেখে মুগ্ধ হন সকলে৷ ওয়ার্কআউটে তাঁর সঙ্গে ছিলেন নাতিনাতনিরাও৷
আরও পড়ুন : মিষ্টির দোকান থেকে কেনা চপে কামড় দিতে গিয়েই বেরিয়ে এল আরশোলা!
আটপৌরে কায়দায় শাড়ি পরে বৃদ্ধার শরীরচর্চার কাছে হার মানবে অতি আধুনিকারাও৷