TRENDING:

Viral : Agasthyakoodam Scaling : অসাধ্যসাধন! ভিন রাজ্যে প্রথম বার পা রেখেই শাড়ি পরে পাহাড়ে উঠলেন পক্বকেশ প্রৌঢ়া

Last Updated:

Viral : Agasthyakoodam Scaling :কর্নাটকের বাইরে এটাই তাঁর প্রথম সফর৷ জানিয়েছেন, গত ৪০ বছর ধরে তিনি বিবাহিত জীবনের দায়িত্বভার সামলেছেন৷ এখন তাঁর সন্তানরা সকলেই প্রাপ্তবয়স্ক৷ তাই এখন তিনি নিজের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করতে চান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম : শাড়ি পরেই পাহাড়ে উঠলেন ষাটোর্ধ্ব পক্বকেশ প্রৌঢ়া৷ ট্রেকিংয়ের এই উলটপুরাণের এই ছবি এবং ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল৷ বৃদ্ধার নাম নগরত্নাম্মা৷ তিনি সম্প্রতি তাঁর ছেলে এবং বন্ধুদের সঙ্গে ট্রেকিং করেছেন অগস্ত্যকুদম পর্বতশৃঙ্গ৷ কেরলের সহ্যাদ্রি বা পশ্চিমঘাট পর্বতমালার অন্যতম নামী শৃঙ্গ হল এটি৷(Agasthyakoodam Scaling by an old lady)
advertisement

প্রৌঢ়ার অসাধ্যসাধনের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নেটিজেন বিষ্ণু৷ ভিডিও-র সঙ্গে শেয়ার করা হয়েছে বিস্তৃত ক্যাপশন৷ সেখানে নিজেদের পাহাড় চড়ার অভিজ্ঞতা এবং ট্রেকারদের উৎসাহ ও প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা৷ জানা গিয়েছে, পাহাড়প্রেমী এই প্রৌঢ়া চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে রোপ ক্লাইম্বিং করছেন৷

তিনি তাঁর ছেলে এবং বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরু থেকে এসেছিলেন৷ কর্নাটকের বাইরে এটাই তাঁর প্রথম সফর৷ জানিয়েছেন, গত ৪০ বছর ধরে তিনি বিবাহিত জীবনের দায়িত্বভার সামলেছেন৷ এখন তাঁর সন্তানরা সকলেই প্রাপ্তবয়স্ক৷ তাই এখন তিনি নিজের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করতে চান৷

advertisement

আরও পড়ুন : দীর্ঘ চেষ্টায় উদ্ধার কৃষিজমিতে গর্তের ভিতরে আটকে পড়া হস্তিশাবক

চিরসবুজ এই প্রৌঢ়ার কৃতিত্বে মুগ্ধ নেটিজেনরা৷ মন্তব্য এবং কুর্নিশ স্রোতে ভেসে গিয়েছে তাঁর কীর্তি৷ তাঁর শৃঙ্গ জয়ে সকলের মুখেই একই কথা ‘সাবাশ’! পোস্ট করার পর থেকে এখনও অবধি ভিডিওতে ভিউজ ছাপিয়ে গিয়েছে ৮৬ হাজার! লাইক এসেছে ৯ হাজারেরও বেশি৷

advertisement

আরও পড়ুন : দিনদুপুরে সাঙ্ঘাতিক ঘটনা! রোগী-সহ অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার ধারের নয়ানজুলিতে

তবে প্রৌঢ়ত্বের কুর্নিশ এটাই প্রথম নয়৷ এর আগে ৮২ বছর বয়সি এক বৃদ্ধা ভারোত্তলন করে এবং শরীরচর্চার কেরামতিতে বাজিমাত করেছিলেন নেটিজেনদের মধ্যে৷ অতিমারির লকডাউনে তাঁকে দেখে মুগ্ধ হন সকলে৷ ওয়ার্কআউটে তাঁর সঙ্গে ছিলেন নাতিনাতনিরাও৷

advertisement

আরও পড়ুন : মিষ্টির দোকান থেকে কেনা চপে কামড় দিতে গিয়েই বেরিয়ে এল আরশোলা!

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

আটপৌরে কায়দায় শাড়ি পরে বৃদ্ধার শরীরচর্চার কাছে হার মানবে অতি আধুনিকারাও৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral : Agasthyakoodam Scaling : অসাধ্যসাধন! ভিন রাজ্যে প্রথম বার পা রেখেই শাড়ি পরে পাহাড়ে উঠলেন পক্বকেশ প্রৌঢ়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল