TRENDING:

Karnataka News: ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!

Last Updated:

Karnataka News: ফাঁকা ঘরে দিনের পর দিন বউ-এর সঙ্গে লটর পটর৷ প্রেমিককে ঘরের মধ্যে বন্ধ করে রাখল প্রতিবেশি৷ হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর! কাটা গেল যৌনাঙ্গ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিদার: বাড়ির বউ-এর সঙ্গে লটর পটর। বেশ অনেকদিন ধরেই চলছিল ব্যাপারটা৷ তক্কে তক্কে ছিল প্রতিবেশীরা৷ সুযোগ পেতেই উত্তম মধ্যম দেওয়া হল পাগল প্রেমিককে৷ বউ-এর স্বামীও সুযোগ বুঝে দিলেন উচিৎ শিক্ষা৷
ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!
ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!
advertisement

ঘটনাটি ঠিক কী হয়েছে? কর্ণাটকের বিদারের ঘটনা৷ বিয়ের পরও এক যুবকের সঙ্গে পরকীয়া চালাচ্ছিলেন এক মহিলা৷ জানা গিয়েছে, স্বামী না থাকলেও না কি সেই যুবক হাজির হয়ে যেতে বাড়িতে৷ ব্যাপারটাকে প্রথমে প্রতিবেশিরা বিশেষ গুরুত্ব দেয়নি৷ কিন্তু রোজ রোজ ছেলেটিকে আসতে দেখে তাদের সন্দেহ হয়৷ মেয়েটিকে না জানিয়েই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নেয় তারা৷

advertisement

আরও পড়ুন : মায়ের কোল থেকে শিশু ছিনতাই শিম্পাজির, টুকরো টুকরো করল দেহ! শিউরে উঠবেন

চারপাশের বাড়ির লোকেরা কী ভেবে রেখেছে সেটা বুঝতেও পারেনি ওই বিবাহিত মহিলা এবং তার প্রেমিক৷ ছেলেটির নাম সুনীল বাবুরাওয়৷ যে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক করছিল ইরাপা সারেপা বীরশেট্টির স্ত্রী-এর সঙ্গে৷ প্রতিবেশীদের তরফে জানানো হয়েছে, এর মধ্যে একদিন সুনীল ঘরে ঢুকতেই তারা বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে দেয়৷

advertisement

এখানেই শেষ নয়৷ এরপর খবর দেওয়া হয় মহিলার স্বামী বীরশেট্টিকেও৷ তিনি কাজ ফেলে রেখে ছুটে আসেন বাড়িতে৷ এরপর উত্তম মধ্যম দেন সেই যুবককে৷

আরও পড়ুন : মাত্র ৯ হাজার টাকায় বাইক! গুটখা খাইয়ে কৃষককে সর্বশান্ত করল প্রতারকরা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্তকে বেদম প্রহারের পরও শান্ত থাকেননি বীরশেট্টি৷ তিনি এরপর ২৭ বছরের ওই যুবকের যৌনাঙ্গ কেটে দেন রাগে৷ সুনীলকে মান্নাখেলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর বিদারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কুলো, ঝুড়ি, মাদুরে বোনা বাংলা সংস্কৃতির নতুন মঞ্চ, রাসে দাঁইহাটে থিকথিকে ভিড়
আরও দেখুন

বিদারের এসপি প্রদীপ গুন্ডি জানিয়েছেন, এই ঘটনার পর শুক্রবার গ্রেফতার করা হয়েছে ইরাপ্পাকে৷ তার বিচার হবে৷ সুনীল হাসপাতালে সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Karnataka News: ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল