TRENDING:

রাত জেগে পড়াশোনা করছিলেন ৫ তরুণ, আচমকাই জোশের বশে হুঁশ হারিয়ে এমন কাণ্ড করলেন…! সোজা জেলে

Last Updated:

তারুণ্যের এই দুর্দমনীয় সাহস যে সবসময় সঠিক পথে এগোয় তা কিন্তু নয়। জোশের বশে অনেকেই হুঁশ হারিয়ে ফেলেন। নিজের লক্ষ্য ভুলে আবেগের বশে এমন ভুল করে বসেন, আজীবন যার মূল্য চোকাতে হয়। যোধপুরের ৫ যুবকের সঙ্গে এমনটাই হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যোধপুর: তরুণ বয়স। তাজা প্রাণ। মনে পৃথিবী ওলটপালট করে দেওয়ার ইচ্ছে। বুকে অদম্য সাহস। এই নিয়ে কত কথা, কত কবিতা। কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, “স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি…/ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।”
রাত জেগে পড়াশোনা করছিলেন ৫ তরুণ, আচমকাই জোশের বশে হুঁশ হারিয়ে এমন কাণ্ড করলেন…! (Image-File)
রাত জেগে পড়াশোনা করছিলেন ৫ তরুণ, আচমকাই জোশের বশে হুঁশ হারিয়ে এমন কাণ্ড করলেন…! (Image-File)
advertisement

তারুণ্যের এই দুর্দমনীয় সাহস যে সবসময় সঠিক পথে এগোয় তা কিন্তু নয়। জোশের বশে অনেকেই হুঁশ হারিয়ে ফেলেন। নিজের লক্ষ্য ভুলে আবেগের বশে এমন ভুল করে বসেন, আজীবন যার মূল্য চোকাতে হয়। যোধপুরের ৫ যুবকের সঙ্গে এমনটাই হয়েছে।

আরও পড়ুন– মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানের গায়ে এ কীসের দাগ? ক্রমেই জোরালো হচ্ছে ‘নাশকতা’-র তত্ত্ব

advertisement

৩০ নভেম্বরের ঘটনা। সকালে উঠে অবাক হয়ে যান কলোনির বাসিন্দারা। একইসঙ্গে ক্ষুব্ধ। পার্ক করা সমস্ত গাড়ির কাচ ভাঙা। কে ভাঙল? কে করল এমন কাজ? পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। কলোনি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সকলের চক্ষু চড়কগাছ।

ফুটেজে দেখা যায়, রাত্রিবেলা ২০-২৫ বছর বয়সী পাঁচ যুবক ঘুরে ঘুরে গাড়ির কাচ ভাঙছে। আর চিৎকার করছে। কাচ ভেঙে হেসে গড়িয়ে পড়ছে এ ওর গায়ে। এরপরই যুবকদের খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

advertisement

কেন এমন কাণ্ড? গ্রেফতারির পর পুলিশকে তাঁরা জানান, পড়াশোনা করতে করতে বোর হয়ে গিয়েছিলেন। ৫ যুবক ঠিক করেন, এমন কিছু করতে হবে, যাতে উত্তেজনা হয়। এরপরই গাড়ির কাচ ভাঙতে শুরু করেন তাঁরা।

আরও পড়ুন– পরনে ছেঁড়া জামাকাপড়, ব্যাঙ্কে গিয়ে বললেন, ‘আমার অ্যাকাউন্ট…’, শুনেই পুলিশ ডাকলেন ম্যানেজার!

পুলিশ জানিয়েছে, ৩০ নভেম্বরের রাতে বিজেএস কলোনিতে ১২টি এবং মাদেরনা কলোনিতে ৪টি গাড়ি ভাঙচুর করেন ওই পাঁচ যুবক। অভিওগ দায়ের হয়। পুলিশ তদন্ত চালিয়ে কলোনি এবং আশপাশের ৩০০ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। জানা যায়, কলোনিতে বাড়ি ভাড়া নিয়েছেন ৫ ছাত্র। তাঁরাই মাঝরাতে ‘দুষ্টুমি’ করে গাড়ির কাচ ভেঙেছিলেন।

advertisement

সিসি ক্যামেরার ফুটেজ থেকেই হোস্টেলের অবস্থান জানতে পারে পুলিশ। সন্দেহের ভিত্তিতে অভিযান চালানো হয়। জানা যায়, ৫ ছাত্র কয়েকদিন আগেই হোস্টেল ছেড়ে চলে গিয়েছেন। এরপর তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পুলিশ। শেষে আশপাশের এলাকা থেকে ৫ যুবককে গ্রেফতার করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন এনইইটি পরীক্ষার এবং বাকি চার জন স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। মাঝরাতে নিছক মজার উদ্দেশ্যেই গাড়ির কাচ ভেঙেছিলেন তাঁরা। কিন্তু মজার যে এহেন পরিণতি হতে পারে ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাত জেগে পড়াশোনা করছিলেন ৫ তরুণ, আচমকাই জোশের বশে হুঁশ হারিয়ে এমন কাণ্ড করলেন…! সোজা জেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল