TRENDING:

নলকূপ খুলতেই এ কী কাণ্ড! চক্ষু চড়কগাছ এলাকাবাসীর; হতবাক পুলিশ অফিসাররাও

Last Updated:

Jhansi Latest News: মঠ কোতোয়ালি এলাকার ঘটনায় পুলিশ এবং আবগারি দফতরের দল যৌথ ভাবে অবৈধ মদের ঠেকগুলিতে অভিযান চালায়। এই অভিযানে পুলিশ কয়েক হাজার লিটার মহুয়া লাহন ধ্বংস করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাঁসি: নলকূপ থেকে জলের বদলে বেরোচ্ছে মদ। ঝাঁসিতে এই দৃশ্য দেখে চক্ষু রীতিমতো চড়কগাছ এলাকাবাসীর! আসলে বেআইনি মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকায় পৌঁছেছিল পুলিশ। এই সময় মাটির নীচে কয়েক ফুট গভীরে লুকিয়ে রাখা ড্রাম থেকে অবৈধ মদ উদ্ধার করে পুলিশ এবং আবগারি দফতর। তবে মদের নলকূপ খোঁড়ার জন্য এবার বুলডোজারের সাহায্য নিতে হয়েছে তাদের।
চক্ষু চড়কগাছ এলাকাবাসীর; হতবাক পুলিশ অফিসাররাও
চক্ষু চড়কগাছ এলাকাবাসীর; হতবাক পুলিশ অফিসাররাও
advertisement

মঠ কোতোয়ালি এলাকার ঘটনায় পুলিশ এবং আবগারি দফতরের দল যৌথ ভাবে অবৈধ মদের ঠেকগুলিতে অভিযান চালায়। এই অভিযানে পুলিশ কয়েক হাজার লিটার মহুয়া লাহন ধ্বংস করে। এর পাশাপাশি অবৈধ মদ এবং মদ তৈরির সরঞ্জাম-সহ দুই মহিলা অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন– পার হয়েছে ১০ বছর, আজও রহস্য হয়ে রয়েছে এমএইচ৩৭০ বিমানের অন্তর্ধান; এখনও কি সন্ধান পাওয়ার আশা রয়েছে? যা বলছেন বিশেষজ্ঞরা

advertisement

দীর্ঘদিন ধরেই অবৈধ মদের ঠেকগুলিতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ এবং আবগারি দফতর। কিন্তু তা সত্ত্বেও অবৈধ মদ দেখা কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে পাশের মাঠে মাটিতে পুঁতে রাখা একের পর এক মদের ড্রাম উদ্ধার হতে থাকে।

আরও পড়ুন– ‘ইন্ডাস্ট্রির বিষয়ে মুখ খুললে এমনটাই ঘটবে…’; অ্যাডাল্ট ছবির নায়িকা লিওনির মৃত্যুতে দাবি নেটিজেনদের !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপর অভিযান চলাকালীন পুলিশ নলকূপটি চালালে আচমকাই সেখান থেকে জলের পরিবর্তে মদের স্রোত বার হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই নলকূপ থেকে কয়েকশো লিটার অবৈধ মদ বার করা হয়। পুলিশ সূত্রে খবর, মাটির নিচে পুঁতে রাখা ড্রামগুলি থেকে ৫০০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এভাবে প্রায় ৩ হাজার লিটার মদ ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করা হয়েছে এবং দুই মহিলা অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। এছাড়া ওই অভিযানে অবৈধ মদ তৈরির ভাটি এবং অন্যান্য সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিষয়টি সম্পর্কে আবগারি দফতরের ইনচার্জ ইন্সপেক্টর অশোক রাম বলেন, যে নলকূপ থেকে জল পড়ে, সেই একই নলকূপ দিয়ে মদ ঝরে পড়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নলকূপ খুলতেই এ কী কাণ্ড! চক্ষু চড়কগাছ এলাকাবাসীর; হতবাক পুলিশ অফিসাররাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল