TRENDING:

ট্রেনে কাপড়ের বান্ডিলের মধ্যে রাখা ছিল ৫টি বাক্স, খুলতেই চমকে উঠলেন RPF কর্মীরা ! স্টেশন চত্বরে ছড়াল আতঙ্ক

Last Updated:

Jaipur Latest News: রেল সূত্রে খবর, আরপিএফ আইজি জ্যোতি কুমার সতিজার উপস্থিতিতে বাক্সগুলি খোলা হয়েছিল। আর তা খুলতেই একে একে বেরিয়ে এল রৌপ্য মূর্তি, ব্রেসলেট এবং অন্যান্য গহনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Report: Hitendra Sharma
ট্রেনে কাপড়ের বান্ডিলের মধ্যে রাখা ছিল ৫টি বাক্স, খুলতেই চমকে উঠলেন RPF কর্মীরা ! স্টেশন চত্বরে ছড়াল আতঙ্ক
ট্রেনে কাপড়ের বান্ডিলের মধ্যে রাখা ছিল ৫টি বাক্স, খুলতেই চমকে উঠলেন RPF কর্মীরা ! স্টেশন চত্বরে ছড়াল আতঙ্ক
advertisement

জয়পুর: চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বম্বে সুপারফাস্ট। মুম্বই থেকে সদ্য জয়পুরে পৌঁছেছিল ট্রেনটি। ফলে চলছিল পার্সেল কোচের চেকিং। আচমকাই তল্লাশি চলাকালীন উদ্ধার হয়েছে মোট ৫টি বাক্স। কিন্তু ওই বাক্স খুলতেই রীতিমতো চক্ষু ছানাবড়া সকলের।

রেল সূত্রে খবর, আরপিএফ আইজি জ্যোতি কুমার সতিজার উপস্থিতিতে বাক্সগুলি খোলা হয়েছিল। আর তা খুলতেই একে একে বেরিয়ে এল রৌপ্য মূর্তি, ব্রেসলেট এবং অন্যান্য গহনা। সব মিলিয়ে মোট ১৭৩ কেজি রুপো উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

advertisement

আরও পড়ুন– বিদায়ের মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন নববধূ, এদিকে হাসির রোল স্বজনদের মধ্যে; আচমকাই প্রকাশ্যে এল কনের আসল রূপ

যদিও কাগজপত্র কিন্তু অন্য কথা বলছে। আসলে শুধুমাত্র গয়না লিখেই মুম্বই থেকে ওই পার্সেলটি বুক করা হয়েছিল। অথচ নিয়ম অনুযায়ী, পার্সেল বুকিংয়ের সময় বাক্সে থাকা সমস্ত জিনিস সম্পর্কে বিশদ তথ্য দেওয়া উচিত। শুধু তা-ই নয়, কাগজে পার্সেলে থাকা জিনিসের যে ওজন উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়। অনেকটাই কম ছিল বলে জানা গিয়েছিল।

advertisement

আসলে বম্বে সুপারফাস্ট ট্রেনে প্রচুর পরিমাণে রুপো থাকার বিষয়ে গোপন সূত্রে খবর পেয়েছিল আরপিএফ। সেই কারণে কমান্ড্যান্ট ভবপ্রীত সোনিকে মুম্বই রুটের ট্রেনগুলিতে কঠোর নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন আইজি সতিজা।

আরও পড়ুন- কোথায় হারিয়ে যাচ্ছে শহরের মেয়েরা? আসছে নারীপাচারের প্রেক্ষাপটে নতুন থ্রিলার ওয়েব সিরিজ ‘মরালি’

আইপিএফ প্রদীপ কুমার, আইপিএফ (সিআইবি) নরেশ মীনা জয়পুর স্টেশনে নজরদারি বাড়িয়ে দিয়েছিলেন। বম্বে সুপারফাস্ট জয়পুরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ইঞ্জিনের পিছনে লাগানো ২৪ টন ক্ষমতাসম্পন্ন পার্সেল কোচটির তল্লাশি করা হচ্ছিল। সেখানে দেখা যায়, ৪৮ বান্ডিল কাপড়ের মধ্যে পাঁচটি বাক্স রাখা। আর বাক্সগুলি যথেষ্ট ভারি ছিল। ফলে তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়। তাই বাক্সগুলি আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

এই বিষয়ে সেল ট্যাক্সকে জানানো হয়েছে আরপিএফ-এর তরফে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জিএসটি সহকারী কমিশনার অশ্বিনী শর্মা। একে একে সব বাক্স খুলতে শুরু করেন। রৌপ্য মূর্তি, পায়ের পাতা এবং অন্যান্য গহনা উদ্ধার হয়েছে বাক্সগুলি থেকে। যাঁরা রুপো নিয়ে যাচ্ছিলেন, তাঁরা ৯০ কেজি পরিমাণের বিল পেশ করেছিলেন। ৪ লক্ষ ৯৩ হাজার ৯৩২ টাকার সামগ্রীর বিল পাওয়া যায়নি। জিএসটি কমিশনার ৩০ হাজার টাকা কর আরোপ করে পণ্যটি ছেড়ে দিয়েছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রেনে কাপড়ের বান্ডিলের মধ্যে রাখা ছিল ৫টি বাক্স, খুলতেই চমকে উঠলেন RPF কর্মীরা ! স্টেশন চত্বরে ছড়াল আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল