কেউ কেউ দাবি করেছেন, টেলর পল, যে টিকটক তারকা নিজের বয়স ৫০ বলে দাবি করছেন, তাঁর বয়স নাকি ২৭। আর তাঁর মেয়েদের বয়স ২৫। টিকটকে বয়স ভাঁড়িয়েছেন টেলর। যদিও সত্যিটা জানতে ইতিমধ্যে একটি সংবাদসংস্থা ফোন করে ওই মহিলাকে।
advertisement
সেই সংবাদ সংস্থার দাবি, টেলর পল জানিয়েছেন, তাঁর বয়স ৩৯ বছর। তিনি শিকাগোর বাসিন্দা। ফলে তাঁকে যাঁরা ২৭ বছর বলছেন, তাঁরা ঠিক বলছেন না। এর আগেও টেলরের বয়স নিয়ে বিস্তর ধাঁধা তৈরি হয়েছিল। এর আগে একটি সংস্থা ফোন করেছিল, তিনি বলেছিলেন, তাঁর জন্ম ১৯৯৪ সালে, অর্থাৎ তাঁর বয়স দাঁড়ায় ২৮ বছর। তাঁর স্বামীর বয়স নাকি ২৯ বছর। পরে অবশ্য তিনি একাধিক পোস্ট করে বলেন, তাঁর কম বয়সের স্বামীর সঙ্গে তিনি দিন কাটাচ্ছেন, তাঁর বয়স ৫০-এর কোঠায়।
তবে নেটিজেনরা মুগ্ধ টেলরের শরীরী বিভঙ্গে। তাঁরা বলছেন, আপনি কী খান? আমাদেরও একটু পাঠালে পারেন তো, তাহলে আমরাও আপনার মতো যৌবন ধরে রাখতে পারব।