TRENDING:

Viral News: মা আর দুই মেয়েকে আলাদা করা ভার! মেয়ের পুরুষ বন্ধুরা মায়ের রূপে মুগ্ধ হয়ে যা করল...

Last Updated:

Tiktok Star: তিনজনেই সমান সুন্দরী। বিশেষত মা যেন বয়সের আঁচ পড়তে দেননি শরীরে। সেই কারণেই ভাইরাল হয়েছেন এই তিন জন। আর মেয়ের বন্ধুরা কার্যত মুগ্ধ হয়েছে মায়ের রূপ দেখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মায়ের নাকি বয়স ৫০। মেয়েদের বয়স ২৫-এর কোঠায়। বুঝতে পারছেন, এই ছবি মা-কে আর মেয়ে কে? পারছেন না তো! এমনই ধন্দে পড়েছে বিশ্বের নেটাগরিকরা। কারণ, তিন রূপসীর বয়সের ফারাক বাইরে থেকে দেখে বোঝা মুশকিল। তিনজনেই সমান সুন্দরী। বিশেষত মা যেন বয়সের আঁচ পড়তে দেননি শরীরে। সেই কারণেই ভাইরাল হয়েছেন এই তিন জন। আর মেয়ের পুরুষ বন্ধুরা কার্যত মুগ্ধ হয়েছে মায়ের রূপ দেখে। যদিও ইন্টারনেটের বিভিন্ন মহল থেকে উঠছে নানারকম অদ্ভুত দাবিও।
ছবি : ইনস্টাগ্রাম
ছবি : ইনস্টাগ্রাম
advertisement

কেউ কেউ দাবি করেছেন, টেলর পল, যে টিকটক তারকা নিজের বয়স ৫০ বলে দাবি করছেন, তাঁর বয়স নাকি ২৭। আর তাঁর মেয়েদের বয়স ২৫। টিকটকে বয়স ভাঁড়িয়েছেন টেলর। যদিও সত্যিটা জানতে ইতিমধ্যে একটি সংবাদসংস্থা ফোন করে ওই মহিলাকে।

আরও পড়ুন-তাঁর গাড়িতে কেন ধাক্কা ? রাগে গরীব ফল বিক্রেতার দোকানের ফল রাস্তায় ছুড়ে ফেললেন মহিলা ! দেখুন ভাইরাল ভিডিও

advertisement

সেই সংবাদ সংস্থার দাবি, টেলর পল জানিয়েছেন, তাঁর বয়স ৩৯ বছর। তিনি শিকাগোর বাসিন্দা। ফলে তাঁকে যাঁরা ২৭ বছর বলছেন, তাঁরা ঠিক বলছেন না। এর আগেও টেলরের বয়স নিয়ে বিস্তর ধাঁধা তৈরি হয়েছিল। এর আগে একটি সংস্থা ফোন করেছিল, তিনি বলেছিলেন, তাঁর জন্ম ১৯৯৪ সালে, অর্থাৎ তাঁর বয়স দাঁড়ায় ২৮ বছর। তাঁর স্বামীর বয়স নাকি ২৯ বছর। পরে অবশ্য তিনি একাধিক পোস্ট করে বলেন, তাঁর কম বয়সের স্বামীর সঙ্গে তিনি দিন কাটাচ্ছেন, তাঁর বয়স ৫০-এর কোঠায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে নেটিজেনরা মুগ্ধ টেলরের শরীরী বিভঙ্গে। তাঁরা বলছেন, আপনি কী খান? আমাদেরও একটু পাঠালে পারেন তো, তাহলে আমরাও আপনার মতো যৌবন ধরে রাখতে পারব।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: মা আর দুই মেয়েকে আলাদা করা ভার! মেয়ের পুরুষ বন্ধুরা মায়ের রূপে মুগ্ধ হয়ে যা করল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল