এই মূল ছবিটি তার মধ্যে অন্যতম। ছবিতে একটি বড় বল দেখা যাচ্ছে। এই বল এক জায়গায় রাখা হয়। কিন্তু বেশিরভাগ মানুষই এই ছবিকে ভিডিও হিসেবে দেখছেন। আসলে, এই ছবিটির দিকে তাকালে মনে হবে এই বলটি নড়ছে। এই ছবিটি কোনও ভিডিও বা জিআইএফ নয়, এর পরেও এটি চলমান বলে মনে হচ্ছে। এই ধরনের ছবিকে বলা হয় অ্যানোমালি মোশন ইলিউশন।
advertisement
দ্বিতীয় ছবিটি বেগুনি রঙের কালো দাগের। এই ছবিটির দিকে তাকালে মনে হবে এই বিন্দুগুলো যেন একটি বড় কালো দাগের ভিতরে রয়েছে। এমন পরিস্থিতিতে এই ছবিকেও নড়তে দেখা যাবে। এই ধরনের ছবিকে বলা হয় ফুজিওয়ারা ইলিউশন। যেখানে বাস্তবতা হল উভয়ই দৃষ্টিভ্রম তৈরি করছে। অর্থাৎ এই ছবিগুলো আছে কিন্তু সেগুলো এমনভাবে বানানো হয়েছে যে ভিডিওর মায়া তৈরি করছে।
advertisement
Location :
First Published :
March 08, 2022 7:47 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Puzzle: এটি স্থির চিত্র না ভিডিও! ১০ সেকেন্ড তাকিয়ে থাকলেই দেখতে পাবেন ম্যাজিক