আরও পড়ুন: ঘুড়ি ওড়াতে গিয়ে উড়ে গেলেন ব্যক্তি নিজেই! ভিডিও নিমেষে ভাইরাল
সেই ভাইরাল ভিডিওটি গাড়ির পিছনের সিটের। বিয়ের পর নববধূর শ্বশুরবাড়ি যাওয়ার সময় গাড়িতে সেই ভিডিওটি তোলা হয়েছে। সেই ভিডিওটি প্রায় লাখের ওপরে দেখা হয়ে গিয়েছে নেটিজেনদের। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে গাড়ির পেছনের সিটে নববধূ ঘুমিয়ে রয়েছেন। সেই সময়ে নতুন বর নিজের পকেট থেকে রুমাল বের করে নববধূর মেক আপ মুছে দিচ্ছেন। নতুন বরের এমন আচরণের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
advertisement
বাপের বাড়ি থেকে সেজেগুজে শ্বশুরবাড়ি যাওয়ার সময় গাড়িতে নববধূ ঘুমিয়ে পড়েন। সেই সময়ে নতুন বর তাঁর পকেট থেকে রুমাল বের করে মুছতে থাকেন নববধূর মেক আপ। মেক আপ মুছিয়ে দেওয়ার ফলে তাঁর আসল চেহারা ক্যামেরায় স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। সেই ভিডিওর ওপরে আবার লেখা রয়েছে নববধূর ওয়াটার প্রুফ মেক আপ করা উচিত ছিল।
আরও পড়ুন: বড়দিনে এ কেমন কেক! সান্তা ক্লজের হাল দেখে চোখ কপালে উঠেছে দুনিয়ার
ভাইরাল হওয়া নববধূর সেই ভিডিও সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে (Instagram) nation.video নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়। সেই ভাইরাল হওয়া ভিডিওতে সকলে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। একজন সেই ভাইরাল ভিডিওতে কমেন্ট করেছে, এটাই হল পাপা কি পরির আসল চেহারা। অন্য আরেকজন সেই ভাইরাল ভিডিওতে কমেন্ট করেছে, মেক আপ করার পরে এমনই বদলে যায় চেহারা!