TRENDING:

Indian Rail station without name: ভারতের এই রেল স্টেশনের কোনও নাম নেই, মহামুশকিলে পড়েন যাত্রীরা

Last Updated:

Indian Rail station without name: পশ্চিমবঙ্গেরই একটি স্টেশন, যার কোনও নাম নেই। টিকিট কীভাবে কাটেন যাত্রীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পৃথিবীর সব কিছুরই একটা পরিচয় আছে। নামেই সেই পরিচয়। ব্যক্তি হোক বা অন্য কিছু, প্রত্যেকেরই একটি নাম থাকে। এই নামেই তিনি আরও পরিচিত হন। কেউ কোনো জায়গায় গেলে নামের মাধ্যমে সেখানকার সম্পর্কেও বলা হয়। ভারতের প্রতিটি ছোট জায়গারও একটি নাম আছে। সেটা গ্রাম হোক বা শহর।
advertisement

ট্রেনে চেপে কোথাও গেলে গন্তব্যে পৌঁছানোর আগেও অনেকগুলি গন্তব্য অতিক্রম করে সেই ট্রেন। রেলস্টেশনের নাম সেইসব গন্তব্যের পরিচয়।আপনি ভারতের যে স্টেশনেই যান, সেটির একটি নাম রয়েছে। কিন্তু আমরা যদি বলি, ভারতে এমন একটি স্টেশন আছে, যার কোনো নাম নেই, তা হলে?

আরও পড়ুন- জিভে জল আনে ফুচকা! জানেন কি প্রথম কে কাকে খাইয়েছিলেন? উত্তর দিতে হিমশিম খাবেন!

advertisement

ভাবছেন, আমরা ঠাট্টা করছি! কিন্তু আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গেই এমন একটি রেলওয়ে স্টেশন রয়েছে যার কোনো নাম নেই। ভারত বিশ্বে রেল নেটওয়ার্কের নিরিখে চার নম্বরে রয়েছে। এদিকে ভারতেই একটি রেল স্টেশন রয়েছে যার কোনো নাম নেই।

আমরা যে রেলওয়ে স্টেশনের কথা বলছি সেটি পশ্চিমবঙ্গে। বর্ধমানে একটি স্টেশন রয়েছে যার কোনও নাম নেই। এই রেলওয়ে স্টেশনটি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে রায়না নামে একটি গ্রামে নির্মিত হয়েছিল। এটি ২০০৮ সালে নির্মিত হয়েছিল।তারপর থেকে এটির কোনও নাম নেই। ২০০৮ সালের আগে এই স্টেশনটি রায়নানগর নামে পরিচিত ছিল।

advertisement

রায়নানগর রেলওয়ে স্টেশন থেকে পরিচিত এই স্টেশনটি পরে নামহীন হয়ে পড়ে। এর কারণ ছিল দুই গ্রামের মধ্যে বিরোধ। রায়না এবং রায়নানগরের মধ্যে মতপার্থক্য বহুদিন ধরেই চলে আসছে। এই স্টেশনটি ছিল রায়না গ্রামের জমিতে। কিন্তু এর নাম রাখা হয় রায়নানগর। এর জের ধরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

আরও পড়ুন- দাঁড়িয়ে থাকা গাড়ির চাকায় কেন প্রস্রাব করে কুকুর? উত্তর জানা আছে আপনার?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পরে রেলস্টেশনে উপস্থিত নামের বোর্ড অপসারণ করা হয়। তার পর থেকে এখনও পর্যন্ত এই স্টেশনের কোনো নাম নেই। তবে এখনও এই স্টেশনের টিকিট কাটা হয় রায়নানগরের নামে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Indian Rail station without name: ভারতের এই রেল স্টেশনের কোনও নাম নেই, মহামুশকিলে পড়েন যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল