Knowledge news: দাঁড়িয়ে থাকা গাড়ির চাকায় কেন প্রস্রাব করে কুকুর? উত্তর জানা আছে আপনার?

Last Updated:
Dogs urinating on tires: মূলত তাদের মনস্তত্ত্বের উপর জোর দেওয়া হয়৷ সেখান থেকে উঠে আসছে এর উত্তর৷
1/6
•বেশ কিছু বিষয় আমরা দেখে অভ্যস্থ৷ প্রায়ই চোখের সামনে ঘটতে দেখি৷ কিন্তু কখনও কী ভেবে দেখেছি, কেন এমন হয়? ঠিক যেমন গাড়ির চাকায় কুকুরের মূত্রত্যাগ৷
•বেশ কিছু বিষয় আমরা দেখে অভ্যস্থ৷ প্রায়ই চোখের সামনে ঘটতে দেখি৷ কিন্তু কখনও কী ভেবে দেখেছি, কেন এমন হয়? ঠিক যেমন গাড়ির চাকায় কুকুরের মূত্রত্যাগ৷
advertisement
2/6
•দাঁড়িয়ে থাকা গাড়ি দেখলেই সেখানে উপস্থিত হয় কুকুর৷ পা তুলে চাকায় প্রস্রাব করে৷ এর পিছনে কিছু যুক্তি রয়েছে৷ সারমেয়দের উপর একটি সমীক্ষা হয়৷ মূলত তাদের মনস্তত্ত্বের উপর জোর দেওয়া হয়৷ সেখান থেকে উঠে আসছে এর উত্তর৷
•দাঁড়িয়ে থাকা গাড়ি দেখলেই সেখানে উপস্থিত হয় কুকুর৷ পা তুলে চাকায় প্রস্রাব করে৷ এর পিছনে কিছু যুক্তি রয়েছে৷ সারমেয়দের উপর একটি সমীক্ষা হয়৷ মূলত তাদের মনস্তত্ত্বের উপর জোর দেওয়া হয়৷ সেখান থেকে উঠে আসছে এর উত্তর৷
advertisement
3/6
•বনি ভি বেভার তাঁর বই ক্যানাইন বিহেভিয়ার, ইনসাইটস অ্যান্ড আনসারস-এ জানিয়েছেন যে মূত্রত্যাগের সময় ৬৮ শতাংশ স্ত্রী সারমেয় স্কোয়াট পজিশনে বসে৷ যদিও ৯৭ শতাংশ পুরুষ সারমেয় চিরাচরিত প্রথায় মূত্রত্যাগ করে৷
•বনি ভি বেভার তাঁর বই ক্যানাইন বিহেভিয়ার, ইনসাইটস অ্যান্ড আনসারস-এ জানিয়েছেন যে মূত্রত্যাগের সময় ৬৮ শতাংশ স্ত্রী সারমেয় স্কোয়াট পজিশনে বসে৷ যদিও ৯৭ শতাংশ পুরুষ সারমেয় চিরাচরিত প্রথায় মূত্রত্যাগ করে৷
advertisement
4/6
•প্রস্রাবের মাধ্যমে নিজেদের একটা গন্ডি তৈরি করে কুকুর৷ কোনও টায়ার বা পোলে মূত্র ত্যাগ করে নিজস্ব চিহ্ন রেখে যায় তারা৷ যেই বার্তা ছড়িয়ে পড়ে অন্যদের কুকুরের কাছে৷ ফলে সেই কুকুররা এই এক পথ বেছে নেয়৷ তারাও জড়ো হয়ে একই জায়গায় মূত্র ত্যাগ করে৷
•প্রস্রাবের মাধ্যমে নিজেদের একটা গন্ডি তৈরি করে কুকুর৷ কোনও টায়ার বা পোলে মূত্র ত্যাগ করে নিজস্ব চিহ্ন রেখে যায় তারা৷ যেই বার্তা ছড়িয়ে পড়ে অন্যদের কুকুরের কাছে৷ ফলে সেই কুকুররা এই এক পথ বেছে নেয়৷ তারাও জড়ো হয়ে একই জায়গায় মূত্র ত্যাগ করে৷
advertisement
5/6
•লম্বা কোনও জায়গায় প্রস্রাব করতে পছন্দ করে সারমেয়রা৷ কোন সমানতলে নয়৷ কারণ সমানতলে প্রস্রাব করলে সেই গন্ধ বেশিক্ষণ পাওয়া যাবে না৷ তবে লম্বা কোনও জায়গায় তা থাকবে বেশি৷ এক্ষেত্রে গাড়ির চাকায় সেই গন্ধ বা দুর্গন্ধ অনেকক্ষণ থাকা সম্ভব৷ এবং গাড়ির চাকা যতটা উঁচু, তত পর্যন্ত কুকুরে নাকও সহজে পৌঁছয়৷ ফলে সেই গন্ধ অন্য সারমেয়রাও অনুসরণ করতে পারে অনায়াসে৷
•লম্বা কোনও জায়গায় প্রস্রাব করতে পছন্দ করে সারমেয়রা৷ কোন সমানতলে নয়৷ কারণ সমানতলে প্রস্রাব করলে সেই গন্ধ বেশিক্ষণ পাওয়া যাবে না৷ তবে লম্বা কোনও জায়গায় তা থাকবে বেশি৷ এক্ষেত্রে গাড়ির চাকায় সেই গন্ধ বা দুর্গন্ধ অনেকক্ষণ থাকা সম্ভব৷ এবং গাড়ির চাকা যতটা উঁচু, তত পর্যন্ত কুকুরে নাকও সহজে পৌঁছয়৷ ফলে সেই গন্ধ অন্য সারমেয়রাও অনুসরণ করতে পারে অনায়াসে৷
advertisement
6/6
•আরও একটি কারণ রয়েছে এর পিছনে৷ চাকা যে রবার দিয়ে তৈরি হয়, সেই রবারের গন্ধে আকর্ষিত হয় কুকুর৷ রবারের গন্ধ পছন্দ হয় সারমেয়দের৷ ফলে সুযোগ পেলেই গাড়ির টায়ারের সামনে তারা চলে আসে এবং সেখান দাঁড়িয়ে মূত্রত্যাগ করে৷
•আরও একটি কারণ রয়েছে এর পিছনে৷ চাকা যে রবার দিয়ে তৈরি হয়, সেই রবারের গন্ধে আকর্ষিত হয় কুকুর৷ রবারের গন্ধ পছন্দ হয় সারমেয়দের৷ ফলে সুযোগ পেলেই গাড়ির টায়ারের সামনে তারা চলে আসে এবং সেখান দাঁড়িয়ে মূত্রত্যাগ করে৷
advertisement
advertisement
advertisement