•লম্বা কোনও জায়গায় প্রস্রাব করতে পছন্দ করে সারমেয়রা৷ কোন সমানতলে নয়৷ কারণ সমানতলে প্রস্রাব করলে সেই গন্ধ বেশিক্ষণ পাওয়া যাবে না৷ তবে লম্বা কোনও জায়গায় তা থাকবে বেশি৷ এক্ষেত্রে গাড়ির চাকায় সেই গন্ধ বা দুর্গন্ধ অনেকক্ষণ থাকা সম্ভব৷ এবং গাড়ির চাকা যতটা উঁচু, তত পর্যন্ত কুকুরে নাকও সহজে পৌঁছয়৷ ফলে সেই গন্ধ অন্য সারমেয়রাও অনুসরণ করতে পারে অনায়াসে৷