Fuchka: জিভে জল আনে ফুচকা! জানেন কি প্রথম কে কাকে খাইয়েছিলেন? উত্তর দিতে হিমশিম খেতে হবে রইল চ্যালেঞ্জ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
আজ যে ফুচকা বিক্রি হয় সর্বত্র, তার ইতিহাস কিন্তু আজকের নয়। সে ইতিহাসও কোটি বছরের পুরনো। যা শুনলে আপনার চোখ কপালে উঠবেই!
advertisement
advertisement
ভারতে ফুচকা বা গোলগাপ্পা বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ময়দা, সুজি, আটা। সেগুলি থেকে ছোট ছোট পুরি তৈরি করা হয় এবং তারপরে এর মধ্যে মশলা ঠাসা করা হয়। সর্বোপরি, এটি টক জল ভর্তি করে খাওয়া হয়। কিন্তু আজ যে ফুচকা বিক্রি হয় সর্বত্র, তার ইতিহাস কিন্তু আজকের নয়। সে ইতিহাসও কোটি বছরের পুরনো। প্রতীকী ছবি।
advertisement
advertisement
জানেন কী এই ফুচকা পুরাণে অন্তর্ভুক্ত? হ্যাঁ, জেনে আশ্চর্য হবেন যে আজ আপনি রাস্তায় যে গোলগাপ্পা বা ফুচকাগুলো তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন, পুরাণেও উল্লেখ আছে তার। যদি পৌরাণিক কাহিনী বিশ্বাস করা হয়, তাহলে প্রথম ফুচকা খাওয়ান দ্রৌপদী, শুধু তাই নয়, ফুচকা তিনি খাইয়েছিলেন পাণ্ডবদের। কথিত আছে, পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন, তখন বাড়িতে খুব কম খাবার ছিল।
advertisement
advertisement
advertisement
কোথাও এগুলো ফুচকা তো কোথাও গোলগাপ্পা আবার কোথাও পানিপুরি, আবার কোথাও বলা হয় পানি বাতাসা। স্থান অনুযায়ী এর স্বাদও পরিবর্তিত হয়। কোথাও টক খাওয়া হয়, আবার কেউ গরম জলে খেয়ে উপভোগ করে কেউ আবার খান মিষ্টি জলের ডুবিয়ে। রয়েছে দই ফুচকা বা ফুচকার সর্বশেষ অভিনব সংযোজন মিরিন্ডা ফুচকাও। তবে ভিন্ন ভিন্ন স্বাদেও এর জনপ্রিয়তাকে টেক্কা দেওয়ার মতো দেশি স্ন্যাক্স খুঁজে পাওয়া ভার। প্রতীকী ছবি।