উৎসবের মরসুমে এই সংখ্যা আরও বেড়ে যায়। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নভেম্বর ২০২৪-এর একদিনে রেকর্ড তিন কোটিরও বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেছেন — যা ভারতীয় রেলওয়ের ইতিহাসে এক নতুন মাইলফলক।
মূলত ভারত সরকারের মালিকানাধীন ও রেল মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ভারতীয় রেলওয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে পরিচিত। বর্তমানে এর মোট রুটের দৈর্ঘ্য ৬৭,৯৫৬ কিলোমিটার, এবং দেশজুড়ে রয়েছে প্রায় ৭,৪৬১টি রেলওয়ে স্টেশন।
advertisement
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মহানগর পর্যন্ত মানুষকে সংযুক্ত রাখছে এই রেলব্যবস্থা, যা আজও ভারতের সামাজিক ও অর্থনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভূমিকা রাখছে। তবে অনেকেই জানেন না দেশের একমাত্র প্রাইভেট রেলওয়ে স্টেশন সম্পর্কে!
মধ্যপ্রদেশের ভোপালের রানী কমলাপতি স্টেশন। আগে এই স্টেশনের নাম ছিল হাবিবগঞ্জ। দেশের একমাত্র বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত রেলস্টেশন এটি। ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে স্টেশনের সংস্কার করে বনসল গ্রুপ। ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্টেশনের উদ্বোধন করেন।
আরও পড়ুন- রহস্যময় ‘উকাসা’ ছিল উমরদের বিদেশ যোগের সূত্র! পুলওয়ামার ধাঁচে ছকেছিল হামলার ছক
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের উপর ভিত্তি করে চলছে এই স্টেশন। এটির মালিকানা ভারতীয় রেলের হাতেই রয়েছে। তবে রোজকার সমস্ত কাজকর্ম বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। এই স্টেশনে ২৪ ঘণ্টার ইলেকট্রিক সাপ্লাই, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এসি লবি এবং চলমান সিঁড়ি রয়েছে। বিমানবন্দরের মতো সব সুবিধা। এছাড়াও পার্কিং এরিয়া, ফুড কোর্ট, বহু দোকান, অফিস স্পেস এবং একটি হোটেলও রয়েছে।
