আরও পড়ুন নিজের মানস কন্যা মনসাকে দেখে কামাতুর হয়েছিলেন স্বয়ং শিবও
লক্ষ্মীর ঘট জলপূর্ণ তাতে একটি গোটা আমপল্লব ও সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন এেঁকে ধান ও দূব্বা দিয়ে স্থাপন করতে হয় ৷ তবে লক্মীপুজোয় ভুল করে কখনও তুলসি পাতা ব্যবহার করবেন না ৷ বেলপাতাতেই মা লক্ষ্মীর পুজো সম্পন্ন হয় থাকে ৷ পুরাণ মতে তুলসি হলেন মা লক্ষ্মীর সতীন ৷ তাই দুই সতীনে চুলোচুলি হবে বলেই লক্ষ্মীপুজোয় কখনই তুলসি পাতা প্রয়োজন হয়না ৷ জীবনের যাবতীয় সুখের মুখ দেখতে হলে সন্তুষ্ট করতে হবে মা লক্ষ্মীকে ৷ তুলসিও নারায়ণের আশীর্বাদধন্য বলেই গঙ্গাজল ও তুলসি পাতা অত্যন্ত পবিত্র উপকরণ যা পুজোয় লাগে ৷
advertisement
আরও পড়ুন লক্ষ্মীবারে সংসারে সুখ-সমৃদ্ধি আসুক এভাবেই
সংসার সুখের হয় রমণীর গুণে . . . বৃহস্পতিবার বা গুরুবারে সন্ধেবেলায় প্রতিটি গৃহস্থে গৃহবধূরা মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে পড়ে থাকেন লক্ষ্মীর পাঁচালিও ৷ লক্ষ্মমীর এই পাঁচালি পড়লে সংসারে শান্তি আসবে, মা লক্ষ্মীর কৃপার বাড়বে ঐশ্বর্য, স্বামী-স্ত্রীর বনিবনা হবে ঠিকঠাক, মিলবে মত ৷ সন্তানের উপর মা লক্ষ্মীর কৃপা থাকলে জীবনে তাঁরা দুঃখ কষ্টের মুখোমুখি হবেনা ৷
আরও পড়ুন দেখতে সাপের ফণা, ভিতর থেকে দুধ বেরয়, মনসা গাছে রয়েছে এমনই অনেক বৈশিষ্ট্য