TRENDING:

ভুলেও একদম এই কাজ লক্ষ্মীবারের লক্ষ্মীপুজোয় নয়, নইলে দিতে হবে ভুলের মাশুল

Last Updated:

প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার প্রতিটি গৃহস্থে লক্মীপুজো হয়েই থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার প্রতিটি গৃহস্থে লক্মীপুজো হয়েই থাকে ৷ সকালবেলায় অনেকে পুজো করে থাকেন সাধারণ ভাবেই ৷ জল মিষ্টি, ফল-ফুল দিয়েই অনেক সকালে লক্ষ্মীর ঘট পেতে সন্ধেবেলা পাঁচালি পড়ে থাকেন ৷ অনেকে আবার ঘট পাতেন সন্ধেবেলাতেই, তারপরেই মা লক্ষ্মীর পাঁচালি পড়ে থাকেন ৷
advertisement

আরও পড়ুন নিজের মানস কন্যা মনসাকে দেখে কামাতুর হয়েছিলেন স্বয়ং শিবও 

লক্ষ্মীর ঘট জলপূর্ণ তাতে একটি গোটা আমপল্লব ও সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন এেঁকে ধান ও দূব্বা দিয়ে স্থাপন করতে হয় ৷ তবে লক্মীপুজোয় ভুল করে কখনও তুলসি পাতা ব্যবহার করবেন না ৷ বেলপাতাতেই মা লক্ষ্মীর পুজো সম্পন্ন হয় থাকে ৷ পুরাণ মতে তুলসি হলেন মা লক্ষ্মীর সতীন ৷ তাই দুই সতীনে চুলোচুলি হবে বলেই লক্ষ্মীপুজোয় কখনই তুলসি পাতা প্রয়োজন হয়না ৷ জীবনের যাবতীয় সুখের মুখ দেখতে হলে সন্তুষ্ট করতে হবে মা লক্ষ্মীকে ৷ তুলসিও নারায়ণের আশীর্বাদধন্য বলেই গঙ্গাজল ও তুলসি পাতা অত্যন্ত পবিত্র উপকরণ যা পুজোয় লাগে ৷

advertisement

আরও পড়ুন লক্ষ্মীবারে সংসারে সুখ-সমৃদ্ধি আসুক এভাবেই

সংসার সুখের হয় রমণীর গুণে . . . বৃহস্পতিবার বা গুরুবারে সন্ধেবেলায় প্রতিটি গৃহস্থে গৃহবধূরা মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে পড়ে থাকেন লক্ষ্মীর পাঁচালিও ৷ লক্ষ্মমীর এই পাঁচালি পড়লে সংসারে শান্তি আসবে, মা লক্ষ্মীর কৃপার বাড়বে ঐশ্বর্য, স্বামী-স্ত্রীর বনিবনা হবে ঠিকঠাক, মিলবে মত ৷ সন্তানের উপর মা লক্ষ্মীর কৃপা থাকলে জীবনে তাঁরা দুঃখ কষ্টের মুখোমুখি হবেনা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

আরও পড়ুন দেখতে সাপের ফণা, ভিতর থেকে দুধ বেরয়, মনসা গাছে রয়েছে এমনই অনেক বৈশিষ্ট্য

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভুলেও একদম এই কাজ লক্ষ্মীবারের লক্ষ্মীপুজোয় নয়, নইলে দিতে হবে ভুলের মাশুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল