উঁহু! তিনি যে খারাপ গান গেয়ে থাকেন, এমনটা কিন্তু নয়। আইএএস (IAS) অফিসার অবনীশ শরণ (Awanish Sharan) তাঁর ট্যুইটার (Twitter) হ্যান্ডেল থেকে ৭ অগাস্ট যে ভিডিওটি পোস্ট করেছেন, তা দেখলে এবং তাতে তরুণীর কণ্ঠে গাইড ছবির ওই গান শুনলে খারাপ লাগার কোনও জায়গাই থাকে না। সঙ্গত কারণেই ভিডিওটা আপলোড করার সময়ে শরণ লিখেছেন- মেয়েটি এত ভাল গান গায়, ওর বাদ যাওয়ার কোনও কারণই নেই!
advertisement
আরও পড়ুন: শরীর জুড়ে বসত করে থর, ক্যাপ্টেন আমেরিকা: কানাডার যুবকের কাণ্ড দেখে হতবাক বিশ্ব!
ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে 'পিয়া তোসে নয়না লাগে রে' গাইতে গাইতে কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণী, অতঃ পর এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে এক রিয়েলিটি শোয়ের অডিশন থেকে বাদ পড়ার দুঃখ, অপমানের কারণ এই অশ্রুধারা! সোশ্যাল মিডিয়া এর পর প্রায় একচেটিয়া ভাবে ওই তরুণীরই পক্ষ নিয়েছে। ইউজাররা রীতিমতো সহানুভূতি আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ওই তরুণীকে।
এক ইউজার যেমন রিয়েলিটি শোয়ের ট্রেন্ডকে কটাক্ষ করে লিখেছেন, আর যা-ই থাক না কেন, এই সব শোয়ে রিয়েলিটি বলে কিছু থাকে না। থাকলে ওই তরুণী বাদ পড়তেন না। অনেকেই ওই তরুণীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন যে প্রতিভা তার পথ ঠিক করে নেয়, অতএব হতাশ না হয়ে তিনি যেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করেন।
অবশ্য, বিতর্কও রয়েছে। বেশ কিছু ইউজার প্রশ্ন তুলেছেন সরাসরি, ওই তরুণী রিয়েলিটি শোয়ের নাম কেন প্রকাশ করলেন না? তাঁদের দাবি, ভিডিওয় যে গান শোনা যাচ্ছে, মনে হচ্ছে তা নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহার করে রেকর্ড করা, নয় তো স্টুডিওয় তোলা! ফলে, তাঁরা তরুণীর প্রতিভা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।