TRENDING:

Viral Video: ক্যামেরা চলে গেল হাজার ফুট নীচে, তারপর যা দেখা গেল! দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

প্রথমে পরীক্ষার জন্য, ব্যক্তিটি প্রায় ২০০ ফুট গভীরে প্লাস্টিকের মুড়ে বোরওয়েলের ভিতর ক্যামেরাটিকে প্রবেশ করায়৷ সেখানে তিনি জল, পাইপ ও কিছু ঘাসের সন্ধান পায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অজানাকে জানার ইচ্ছে তো মানুষের অন্যতম বৈশিষ্ট্য৷ তার জন্য কতকিছুই করে থাকে৷ সেই ইচ্ছের নেশায় ২০০ ফুট নীচে এক ব্যক্তি তাঁর উচ্চপ্রযুক্তি যুক্ত ক্যামেরাকে নিয়ে গেল মাটির ১০০০ফুট নীচে৷ ইচ্ছে একটাই গভীর থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে তা জানা৷
কিছুক্ষণ পর থেকেই জলের দেখা মিলল
কিছুক্ষণ পর থেকেই জলের দেখা মিলল
advertisement

প্রথমে পরীক্ষার জন্য, ব্যক্তিটি প্রায় ২০০ ফুট গভীরে প্লাস্টিকের মুড়ে বোরওয়েলের ভিতর ক্যামেরাটিকে প্রবেশ করায়৷ সেখানে তিনি জল, পাইপ ও কিছু ঘাসের সন্ধান পায়৷

আরও পড়ুন:ভয়ঙ্কর কাণ্ড! উঠোনময় ঘুরে বেড়াচ্ছে সাপ, মুখে ওটা কী? জানলে চমকে উঠবেন

তাঁর মনে হয় জলের সংস্পর্শে এলে ক্যামেরাটি নষ্ট হয়ে যেতে পারে৷ কিন্তু হল না৷ তারপর সে আরও খানিকটা গভীরে প্রবেশ করানোর চেষ্টা করে৷ তিনি দাবী করে ১০০০ ফুচ নীচে এই ক্যামেরাটিকে নিয়ে যাবেন৷

advertisement

এই ভিডিওটি সোশ্যালমিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ সেখানে অনেকেই তাঁকে এই কাজটি করতে নিষেধ করেন৷ তাঁরা আশঙ্কা করে এত নীচে কম তাপমাত্রার কারণে ক্যামেরাটি খারাপ হয়ে যেতে পারে৷

যদিও অনেকেই তাঁকে উৎসাহিত করতে থাকে৷ তিনি নিজেও পাইপের ভিতর মাথা ঢুকিয়ে দেয়৷ যা যথেষ্ট বিপজ্জনক হতে পারত৷

advertisement

আরও পড়ুন:আলমারি জুড়ে হাজারও শাড়ি, জানেন কি সব শাড়ির নাম? জেনে নিন শাড়ি-কথা

যত নীচে ক্যামেরাটি যেতে লাগল, তত পাথর আর জলের ছবি দেখা যেতে লাগল৷ এই ভিডিওটি প্রায় ৩কোটিরও বেশি ভিউ পেয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে অনেক নেটিজেন ব্যক্তিটির দাবির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছে৷ তাঁদের এক হাজার ফুট গর্ত করা কী সম্ভব! তবে অনেকেই বলেছেন কিছু কিছু জায়গায়, এই ধরনের গর্তের খোঁজ মেলে৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ক্যামেরা চলে গেল হাজার ফুট নীচে, তারপর যা দেখা গেল! দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল