ছবির ক্যাপশনে আইএফএস প্রবীণ কসওয়ান লিখেছেন ‘‘যেখানে প্রভু গণেশ আসীন শান্ত পরিবেশে ৷ বস্তারের অরণ্যে এই গণপতি ১১০০ বছরের প্রাচীন ৷ নাগবংশী বংশের এই মূর্তি ঢোলাকৃতি পাহাড়ের উপর স্থাপিত৷ সেই পাহাড় আছে অরণ্যের ১৪ কিমি ভিতরে ৷’’ দন্তেওয়াড়ার এই নিবিড় জঙ্গলে মিলেমিশে গিয়েছে ইতিহাস ও প্রকৃতি ৷ স্থানীয় ভোগামি উপজাতির বিশ্বাস, এই বিগ্রহ তাঁদের রক্ষাকর্তা ৷ মহিলা পুরোহিত ঢোলকলের উত্তরসূরি বলে নিজেদে মনে করে এই উপজাতিরা ৷ জনশ্রুতি বা কিংবদন্তি অনুযায়ী, এই পাহাড়েই পরশুরামের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন ভগবান একোদন্ত ৷
advertisement
আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকার বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপের আগে নার্ভাসনেস কাটাতে রইল জরুরি টিপস
অন্যদিকে গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়কের হাতের স্পর্শে সেখানে বিমূর্ত হয়ে উঠেছেন বিঘ্নেশ, বালুবিগ্রহে ৷ তাঁর বালুভাস্কর্যে বরাবরই মুগ্ধ দেশবাসী ৷ এ বার সেই তালিকায় যুক্ত হল নতুন সৃষ্টি ৷