TRENDING:

Ice Cream Truck Gets Carried Away By Tide: জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!

Last Updated:

Ice Cream Truck Gets Carried Away By Tide: জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান। রবিবার ঘটনাটি ঘটে ইংল্যান্ডের কর্নওয়ালের এক সৈকতে৷ রবিবার হার্লিন উপসাগরের সৈকতে রাখা একটা আইসক্রিমের ভ্যান জলে চলে যাচ্ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান। রবিবার ঘটনাটি ঘটে ইংল্যান্ডের কর্নওয়ালের এক সৈকতে৷ রবিবার হার্লিন উপসাগরের সৈকতে রাখা একটা আইসক্রিমের ভ্যান জলে চলে যাচ্ছিল।
জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান।
জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান।
advertisement

আরও পড়ুন: জিকে তো সবাই পড়েন! জানেন কি GK-এর জনক কাকে বলা হয়? উত্তরটা কিন্তু ভাবাবে!

ভ্যানটিকে বাঁচানোর চেষ্টায় সমুদ্র সৈকতে উপস্থিত বিশাল জনতা জলে নেমেছিল৷ যদিও তাঁদের সবরকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ভ্যানটিকে বাঁচানোর জন্য একটা উদ্ধারকারী ট্রাককে সেখানে পাঠানো হয়৷ জোয়ার কমে যাওয়ার পর, ট্রাকটিকে ভ্যানটিকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়।

advertisement

advertisement

ঘটনাটি ঘটার আগের মুহূর্তে চালক গাড়িতে ছিলেন না৷ একজন কোস্ট গার্ড রিচার্ড হিগম্যান ‘স্কাই নিউজ’কে বলেছেন ট্রাকটি ভেসে যাওয়ার আগে চালক সৈকতে আইসক্রিম বিক্রি করছিল। তিনি আরও বলেছিলেন জোয়ারের সময় সমুদ্রের জল গাড়িটিকে ছাপিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে এই ভ্যান প্লাবিত হয়ে গিয়েছিল৷ এই সময় চালকটি আইসক্রিম ভ্যান বন্ধ করে দিয়েছিলেন৷ তিনি আরও বলেন “সৈকতে সেই সময় অনেকে একটা দড়ি পেয়েছিল, সেই দিয়েই অনেকে ভ্যানটা টানার চেষ্টা করেছিল৷ কিন্তু ওরা ব্যর্থ হয়েছিল৷।”

advertisement

আরও পড়ুন: চুরির পর চোর রেখে গেল একখানা ভয়ঙ্কর নোট, কী লেখা ছিল তাতে!

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সেইদিন সৈকতে বেশ ভিড় ছিল৷ সম্ভবত ব্যবসা করার মাথায় রেখেই তিনি ভ্যানটিকে অনেক দূর নিয়ে গিয়েছিলেন৷ কিন্তু তারপরে জোয়ার আসতে শুরু করে ফলে তখন আর সে গাড়ি চালাতে পারেনি। সামনের টায়ারটি বালিতে চলে গিয়েছিল। একজন এইচএম কোস্টগার্ডের তরফে জানানো হয়েছে, ৯:৪৫ এর সময় যখন জল স্তর অনেকটা নামতে শুরু করেছে তখন ভ্যানটিকে উদ্ধার করা সম্ভব হয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ice Cream Truck Gets Carried Away By Tide: জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল