TRENDING:

'আমেকা'কে চেনেন? এই রোবটের কারনামা দেখলে আজই বাড়িতে আনতে চাইবেন! দেখুন...

Last Updated:

Humanoid robot 'Ameca' is Dubai museum's new employee : এই বিশেষ রোবট শুধু হাঁটতেই  পারে না  মানুষের মতো কথাও বলতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# আবুধাবি : বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার দ্রুত উন্নতি হচ্ছে ৷ সৃষ্টি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ৷ কিন্তু কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাছ থেকে কাজ কেড়ে নিচ্ছে। এরকমই এক উদাহরণ হল এই রোবট। যদিও আপনি নিশ্চয়ই অনেক রোবট দেখেছেন, কিন্তু এই রোবোটটি সম্পূর্ন অন্যরকম একটি রোবট ৷
advertisement

আসলে , এই বিশেষ রোবট শুধু হাঁটতেই  পারে না  মানুষের মতো কথাও বলতে পারে। তাই বিশেষ এই রোবটটিকে দুবাইয়ের একটি জাদুঘরে স্টাফ হিসেবে রাখা হয়েছে।এই রোবটের নাম 'আমেকা'।

আরও পড়ুন : একটা মোগলাই পরোটাতে একটা বা দুটো নয় একেবারে ১০ টা ডিম! ভিডিও ভাইরাল

দুবাইয়ের ' মিউজিয়াম অফ দ্য ফিউচারের' অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে  সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে,  রোবটটি জাদুঘরে আগত অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাঁদের সঙ্গে কথাও বলছেন। অতিথিদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে 'আমেকা' ৷

advertisement

আরও পড়ুন : ইউটিউবার ঠাকুমার হাতের চিতল মাছের মুইঠা খেতে এলেন বলিউডের সুমনা চক্রবর্তী!! ভাইরাল ভিডিও

কোম্পানির মতে,  আমেকা প্রশ্নের উত্তর দিতে পারে এবং মানুষকে নির্দেশও দিতে পারে । কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষের মতই কথা বলতে সক্ষম আমেকা ৷  শুধু তাই নয়,  মুখের বিভিন্ন ভাব তৈরি করার ক্ষমতাও রয়েছে আমেকার ৷ অর্থাৎ এই বিশেষ রোবোটটি অভিব্যক্তি প্রকাশে সক্ষম ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইনস্টাগ্রামে পোস্ট করা আরও একটি ভিডিওতে, রোবটটি একজন মহিলার সঙ্গে কথা বলছে , যিনি সম্ভবত জাদুঘরের একজন কর্মচারী । ভিডিওতে দেখা গিয়েছে রোবটটি সেই  মহিলা কর্মচারীটিকে কাজে সাহায্য করার জন্য আশ্বস্ত করছে ৷  এই ভিডিও দু'টি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায় ৷ আমেকাকে দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'আমেকা'কে চেনেন? এই রোবটের কারনামা দেখলে আজই বাড়িতে আনতে চাইবেন! দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল