Viral Video: একটা মোগলাই পরোটাতে একটা বা দুটো নয় একেবারে ১০ টা ডিম! ভিডিও ভাইরাল

Last Updated:

এত্ত বড় মোগলাই পরোটা মাত্র ২৫০ টাকায় পাওয়া যায় সেই দোকানে৷

Viral Video: Mughlai Paratha made with 10 eggs- Photo Courtesy- Facebook/ Videograb
Viral Video: Mughlai Paratha made with 10 eggs- Photo Courtesy- Facebook/ Videograb
#কলকাতা: মোগলাই পরটা খেতে কে না ভালবাসেন! খাদ্যরসিক মাত্রেই বিভিন্ন রকম সুস্বাদু খাবার খেয়ে থাকেন৷ যাঁরা আমিষ বা নিরামিষ সব ধরণের   খাবার খেয়ে থাকেন তাঁদের জন্য প্রচুর খাবারের বিকল্প থাকে৷ এই অবস্থায় এখন ভাইরাল ভিডিও-র দুনিয়াতে প্রচুর খাবারের ভিডিও আপলোড হয় যা অত্যন্ত পপুলার হয়৷
পৃথিবীর নানা প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগে এক মুহূর্তে ও প্রান্তের খবর থেকে খাবার সবকিছুর খবরই এক নিমেষে পেয়ে যায়৷ আর সুস্বাদু রান্নার জেরে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জায়গা করে নিচ্ছে নানা ফুড ব্লগার৷
advertisement
advertisement
সেরকমই একটা ফুড ব্লগ প্রোফাইল থেকে এমন এক রান্না তুলে ধরে হয়েছে যা দেখে রীতিমতো লোভে জিভ দিয়ে জল পড়ছে খাদ্যরসিকদের৷ ব্লগাররা এই ভিডিওটিকে পাটনার বিখ্যাত রান্না বলেছেন৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
এই ভিডিওতে একেবারে রাঁধুনি রেঁধে দেখাচ্ছেন ঠিক কী ভাবে একে একে দশটা ডিম ব্যবহার করে মোগলাই পরোটা বানাচ্ছেন৷ এদিকে এত্ত বড় মোগলাই পরোটা মাত্র ২৫০ টাকায় পাওয়া যায় সেই দোকানে৷
advertisement
দোকানদারও বলেই দিচ্ছেন একা তো কেউ এই পরোটা খেতে পারে না তাই সকলে মিলে এলেই এই মোগলাই পরোটা জমিয়ে খাওয়া যাবে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: একটা মোগলাই পরোটাতে একটা বা দুটো নয় একেবারে ১০ টা ডিম! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement