আরও পড়ুন- Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে তিনটি খরগোশ! পারবেন কি ১০ সেকেন্ডে খুঁজে বের করতে?
ইয়াহু নিউজ জানিয়েছে, জেসিকা ভিয়েনায় থাকেন এবং স্তনের আকার বাড়াতে তিনটি সার্জারি করিয়েছেন। জেসিকা নিজের নাকেও অস্ত্রোপচারও করিয়েছেন এবং ঠোঁট ও নিতম্ব মোটা করতেও অস্ত্রোপচার করিয়েছেন৷ কয়েক বছর ধরে এই সব অস্ত্রোপচারে প্রায় ৭৩,০০০ মার্কিন ডলার ব্যয় করেছেন বলে দাবি জেসিকার।
advertisement
জেসিকা জানিয়েছেন, তিনি আরও কয়েকটি অস্ত্রোপচারের কথা ভাবছেন। তবে তাঁর এই শারীরিক রূপান্তরটি পরিবারের সদস্যরা ভালোভাবে নেননি। জেসিকা জানিয়েছেন তাঁর পরিবার জেসিকার ফোন ধরে না এবং টেক্সট মেসেজেরও উত্তর দেয় না৷
“এটা খুবই দুঃখজনক কারণ আমি যোগাযোগ করতে চাই, বিশেষ করে আমার ভাই এবং আমার ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে। আমি শুধু বুঝতে পারছি না কেন তাঁরা এমন আচরণ করছেন, আমি নিজের শারীরিক চেহারা পরিবর্তন করেছি বলে,” বলেন জেসিকা।
আরও পড়ুন- শুক্রাণু দান করে ৪৭ জন শিশুর জন্ম দিয়েছেন, তবু প্রেমিকা জুটছে না যুবকের!
২১ বছর বয়সী জেসিকা জানান, তাঁর বাবা মা খুব রক্ষণশীল। এমনকি জেসিকার ক্লিভেজ ঢেকে রাখার জন্য তাঁকে সিল্কের স্কার্ফও দিয়েছিলেন তাঁরা। যখন জেসিকার বয়স ১৭ তখন তিনি শারীরিক পরিবর্তন শুরু করার জন্য বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে যান।
জেসিকা জানান, প্রথমবার স্তন বৃদ্ধি করার পরে তাঁর ‘আত্মবিশ্বাস’ বেড়ে যায় এবং এখন তিনি তাঁর সম্পূর্ণ শরীরকে ‘টোটাল বার্বি ডল’-এ পরিণত করার পরিকল্পনা করছেন।