TRENDING:

Mahashivratri 2022: কোভিড-১৯ পরিস্থিতিতে কীভাবে পালন করবেন মহাশিবরাত্রি তিথি?

Last Updated:

কৃষ্ণা চতুর্দশীর রাতে পাঠ করা হয় শৈব আরাধনার মন্ত্র৷(Mahashivratri 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সনাতন ধর্মে মহাশিবরাত্রি অন্যতম পুণ্যলগ্ন৷ নিষ্ঠা ও ভক্তি নিয়ে পুণ্যার্থীরা পালন করেন এই দিনটি৷ কয়েক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি৷ সকালে উপবাস করে তার পর সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা৷ কৃষ্ণা চতুর্দশীর রাতে পাঠ করা হয় শৈব আরাধনার মন্ত্র৷(Mahashivratri 2022)
সকালে উপবাস করে তার পর সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা
সকালে উপবাস করে তার পর সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা
advertisement

তবে কোভিড অতিমারি পরিস্থিতিতে জনসমাগমে রাশ টানা হয়েছে৷ সাবধানতা অবলম্বন করে পালন করা হবে এই তিথি৷ অন্যতম শৈব তীর্থ কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দিরে প্রাক কোভিড পরিস্থিতিতে প্রচুর পুণ্যার্থী সমাগম হত মহাশিবরাত্রিতে৷ সমবেত হতেন পুজারীরা৷ কিন্তু কোভিড পরবর্তী সময়ে পুণ্যার্থী সমাগমে ভাটা পড়েছে৷

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে কী কী ভোগ উৎসর্গ করতে পারেন দেবাদিদেবকে?

advertisement

একই ছবি হরিদ্বার, মুম্বইয়ের বাবুলনাথ-সহ দেশের অন্যান্য শৈবতীর্থে৷ অতিমারির প্রভাবে কমে গিয়েছে ভক্তসমাগম৷ বেশ কিছু মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্য ভার্চুয়াল দর্শনের বন্দোবস্ত করেছে৷ যদি কোনও মন্দির কর্তৃপক্ষ মন্দির চত্বরে প্রবেশের অনুমতি দিয়েওছেন, সে সবই হবে কঠোর কোভিডবিধি মেনেই৷

আরও পড়ুন : ঘরোয়া সমাধানে নিয়ন্ত্রণে রাখুন জট পাকানো চুল

advertisement

আরও পড়ুন : এই সহজ নিয়মগুলি মেনে দূরে থাকুন দাঁতের অসহ্য যন্ত্রণা থেকে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাড়িতেও মহাশিবরাত্রি পালন করা যায়৷ শিবপুজোর মন্ত্র পাঠ করার পাশাপাশি ধ্যানে মগ্ন হন ব্রতীরা৷ বাড়ির নিভৃত কোণে বসেও সারা রাত ‘ওম্ নমঃ শিবায়’ মন্ত্র পাঠ করতে পারেন৷ বাড়িতে শিবলিঙ্গ থাকলে দুধ, দই এবং মধু সহকারে অভিষেক করুন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mahashivratri 2022: কোভিড-১৯ পরিস্থিতিতে কীভাবে পালন করবেন মহাশিবরাত্রি তিথি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল