TRENDING:

Holi viral news: শ্বশুরের সঙ্গে হোলি খেলতে খেলতেই ঘরে ঢুকে গেলেন বৌমা! শাশুড়ি দরজা খুলে 'দুষ্টুমি' দেখেই অজ্ঞান, তারপর যা হল...

Last Updated:

Holi viral news: উত্তর প্রদেশের বালিয়ার সহতওয়ার থানার ত্রিকালপুর গ্রামে বউমা শ্বশুরের সাথে হোলি খেলছিলেন। স্বামী বাড়িতে ছিলেন না। তিনি মহারাষ্ট্রে চাকরি করেন। বউমার দুষ্টুমি শাশুড়ির নজরে পড়ে। তারপর যা ঘটল, কল্পনা করতে পারবেন না...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালিয়া: উত্তর প্রদেশের বালিয়া জেলার সহতওয়ার থানা এলাকার অন্তর্গত ত্রিকালপুর গ্রামে হোলির দিনে শাশুড়ির বকাঝকায় ক্ষুব্ধ হয়ে বৌমা চরম সিদ্ধান্ত নেন। এই খবর পাওয়ার সাথে সাথেই পরিবারে হাহাকার শুরু হয়।
শ্বশুরের সঙ্গে হোলি খেলতে খেলতেই ঘরে ঢুকে গেলেন বৌমা! শাশুড়ি দরজা খুলে 'দুষ্টুমি' দেখেই অজ্ঞান, তারপর যা হল...AI Image
শ্বশুরের সঙ্গে হোলি খেলতে খেলতেই ঘরে ঢুকে গেলেন বৌমা! শাশুড়ি দরজা খুলে 'দুষ্টুমি' দেখেই অজ্ঞান, তারপর যা হল...AI Image
advertisement

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি দখলে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে যে, ত্রিকালপুর গ্রামের বাসিন্দা অঞ্জনি চৌহান মহারাষ্ট্রে প্রাইভেট চাকরি করেন। স্ত্রী ধনবতী দেবী দুই সন্তান নিয়ে গ্রামে শাশুড়ি-শ্বশুরের সাথে থাকতেন। হোলির দিনে ধনবতী দেবী শ্বশুরকে রং লাগিয়ে দেন। এতে শাশুড়ি রেগে যান। প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বউমা বিরক্ত হয়ে জীবন থেকে সম্পর্ক ছিন্ন করেন।

advertisement

আরও পড়ুন: ট্রেনে সীমা লঙ্ঘন প্রেমিক-প্রেমিকার, মাখোমাখো প্রেম! ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়…দেখুন সেই ভিডিও…

জানা গিয়েছে যে, বৌমার অবস্থা খারাপ হলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থা গুরুতর হলে ডাক্তার জেলা হাসপাতালে রেফার করেন। পরিবার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় যেখানে চিকিৎসার সময় বউমার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে মায়ের বাড়ির লোকজনও হাসপাতালে পৌঁছান। পুলিশ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়।

advertisement

সহতওয়ার থানার ইনচার্জ দীনেশ পাঠক জানান যে মহিলার মায়ের বাড়ির লোকজন ফোনে মৃত্যুর খবর দিয়েছিলেন। পুলিশ মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। গ্রামবাসী এবং আশেপাশের লোকজনের সাথে কথা বলা হয়।

আরও পড়ুন: অবাক কাণ্ড, ইরানে হঠা‍ৎ ভয়ঙ্কর ‘রক্ত বৃষ্টি’তে বদলে গেল সমুদ্র তট, জলের রং! প্রবল আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, দেখুন ভিডিও…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

জানা যায় যে হোলির দিনে বউমা শ্বশুরকে আবির লাগিয়ে দেন। এটি দেখে শাশুড়ি রেগে যান। তিনি বউমাকে বকাঝকা করেন। তাদের মধ্যে ভুল সম্পর্কের সন্দেহ করতে শুরু করেন, যার ফলে দুই দিন ধরে ঝগড়া চলছিল। এই কারণেই বউমা বিষাক্ত পদার্থ খেয়ে ফেলেন। যাই হোক, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে। এখনও পর্যন্ত মৃতের মায়ের বাড়ির লোকজন থেকে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Holi viral news: শ্বশুরের সঙ্গে হোলি খেলতে খেলতেই ঘরে ঢুকে গেলেন বৌমা! শাশুড়ি দরজা খুলে 'দুষ্টুমি' দেখেই অজ্ঞান, তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল