TRENDING:

Diwali 2021: অবাক হবে আত্মীয়, বন্ধুরা; দীপাবলিতে ঘরের পরিবেশ বদলে ফেলুন এই সহজ উপায়ে

Last Updated:

ঘরের ভোল বদলে ফেলতে পারেন এবার দীপাবলিতে। রইল টিপস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যে নববিবাহিত দম্পতিদের এটা প্রথম দীপাবলি, তাঁরা নিশ্চয়ই আগ্রহের সঙ্গে এই দিনটির জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে একজন নববধূর কাছে বিষয়টা খুব স্পেশ্যাল। কারণ শ্বশুরবাড়িতে প্রথমবার দীপাবলি উদযাপন করার সময় প্রচুর উত্তেজনা, নার্ভাসনেস এবং উদ্বেগ থাকে।
advertisement

আরও পড়ুন- সোনা-রূপো নয়! ধনতেরাসে কিনে ফেলুন এই ৩টি জিনিসের একটি, কখনও টাকার অভাব হবে না..

ভালো পদ রান্না করা থেকে নিখুঁতভাবে ঘর সাজানো সবটাই করতে হয় খুব ধৈর্য নিয়ে। সব নতুন বউই আশা করে যে কাজের শেষে তাঁর শ্বশুর ও শাশুড়ি প্রশংসা করবেন। সহজ সরলভাবে কিন্তু খুব সুচারু পদ্ধতিতে ঘর সাজানোর আইডিয়া নিয়ে হাজির হলাম আমরা। যা শুধুই নববিবাহিত নয়, কাজে আসবে যে কারও!

advertisement

ভালো কার্পেট বেছে নিন

একটা সুন্দর সাজানো ঘরের মূল কথা হল সেই ঘরবাড়ি যেন আরামদায়ক হয়। বসার ঘরে একটি সুন্দর রাগ বা কার্পেট অতিথিদের দৃষ্টি আকর্ষণ করবে। চাইলে ক্লাসিক্যাল, ভিনটেজ বা ফার্সি কার্পেটও বেছে নিতে পারেন।

বাথরুম অবহেলা করা চলবে না

অনেকেই ভাবেন যে সুন্দর করে ড্রয়িংরুম আর লিভিংরুম সাজালেই কাজ শেষ। কিন্তু সাজাতে হবে বাথরুমও। সুতরাং, এটি সঠিকভাবে পরিষ্কার করে সেখানে একটি অ্যান্টি-স্কিড বাথ ম্যাট, আধুনিক স্নানের সেট এবং একটি বিন রাখতে ভুলবেন না। অ্যান্টি-স্কিড ম্যাটগুলি বয়স্কদের জন্য বিশেষভাবে উপযোগী এবং তাঁরা নিরাপদ ভাবে বাথরুম ব্যবহার করতে পারেন।

advertisement

বুদ্ধি করে টেবিল সাজান

খাবার টেবিলে যেন আধুনিকতা ও ঐতিহ্য দু'য়েরই ঝলক দেখা যায়। আধুনিক স্টাইলের অ্যাক্রিলিক ও সেরামিক বাসনপত্র রাখা যায়। তার সঙ্গে সঙ্গে মাখন রাখার পাত্র, ন্যাপকিন স্ট্যান্ড, নুন ও মরিচের পাত্র, চিনির পাত্র, টুথপিক স্ট্যান্ড, টেবিল ম্যাট সব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে।

আলো বেছে নিতে হবে

advertisement

বয়স্ক মানুষরা বেশি উজ্বল ও উগ্র আলো পছন্দ করেন না। তাই খুব স্নিগ্ধ আলো দিয়ে ঘর সাজাতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি দেখতে ভালো কিছু ল্যাম্পশেড ও ঝাড়বাতি দিয়ে ঘর সাজানো যায় তাহলে তো কথাই নেই।

পুজোর ঘর ভুললে চলবে না

যে কোনও ভারতীয় বাড়িতে পুজো বা প্রার্থনা করার জায়গা খুব গুরুত্বপূর্ণ। শ্বশুর ও শাশুড়িকে ইমপ্রেস করতে পুজোর ঘরও সুন্দর রুচি দিয়ে সাজিয়ে রাখতে হবে। পুজোর কোনও আলাদা ঘর না থাকলে ঘরের যে কোনও ছোট কোণ বেছে নিয়ে সেখানেই সাজিয়ে রাখতে হবে। খুব বেশি কিছু লাগবেও না- স্রেফ ফুল আর প্রদীপের যুগলবন্দিই বাজিমাত করবে!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Diwali 2021: অবাক হবে আত্মীয়, বন্ধুরা; দীপাবলিতে ঘরের পরিবেশ বদলে ফেলুন এই সহজ উপায়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল