Dhanteras 2021: সোনা-রুপো নয়! ধনতেরাসে কিনে ফেলুন এই ৩টি জিনিসের একটি, সংসারে কখনও টাকার অভাব হবে না...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dhanteras 2021: ধনতেরাস থেকেই শুরু হয় পাঁচ দিনের দীপাবলি উৎসব। ধনতেরাসের দিনে নতুন জিনিস কিনলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
advertisement
যদিও ধনতেরাসের পুণ্য দিনে সোনা বা রূপার জিনিসই প্রধানত কেনার নিয়ম, তবে যদি কেউ সোনা রূপো না কিনতে পারেন, তাহলে তাঁরা স্টিল, পিতল বা তামার জিনিসও কিনে থাকেন। এছাড়াও মনে করা হয় ধনতেরাসের দিন এই তিনটি জিনিসের মধ্যে যে কোন একটি কিনলে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা বর্ষিত হয় সেই পরিবারের ওপর। কোনদিন হবে না অর্থাভাব।
advertisement
advertisement
advertisement
advertisement