Dhanteras 2021: সোনা-রুপো নয়! ধনতেরাসে কিনে ফেলুন এই ৩টি জিনিসের একটি, সংসারে কখনও টাকার অভাব হবে না...

Last Updated:
Dhanteras 2021: ধনতেরাস থেকেই শুরু হয় পাঁচ দিনের দীপাবলি উৎসব। ধনতেরাসের দিনে নতুন জিনিস কিনলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
1/6
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়ে থাকে ধনতেরাস (dhanteras। এই বছর এই দিনটি পড়েছে ২ রা নভেম্বর ২০২১। ধনতেরাস থেকেই শুরু হয় পাঁচ দিনের দীপাবলি উৎসব। কথিত আছে, ধনতেরাসের দিনে নতুন জিনিস কিনলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়ে থাকে ধনতেরাস (dhanteras। এই বছর এই দিনটি পড়েছে ২ রা নভেম্বর ২০২১। ধনতেরাস থেকেই শুরু হয় পাঁচ দিনের দীপাবলি উৎসব। কথিত আছে, ধনতেরাসের দিনে নতুন জিনিস কিনলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
advertisement
2/6
যদিও ধনতেরাসের পুণ্য দিনে সোনা বা রূপার জিনিসই প্রধানত কেনার নিয়ম, তবে যদি কেউ সোনা রূপো না কিনতে পারেন, তাহলে তাঁরা স্টিল, পিতল বা তামার জিনিসও কিনে থাকেন। এছাড়াও মনে করা হয় ধনতেরাসের দিন এই তিনটি জিনিসের মধ্যে যে কোন একটি কিনলে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা বর্ষিত হয় সেই পরিবারের ওপর। কোনদিন হবে না অর্থাভাব।
যদিও ধনতেরাসের পুণ্য দিনে সোনা বা রূপার জিনিসই প্রধানত কেনার নিয়ম, তবে যদি কেউ সোনা রূপো না কিনতে পারেন, তাহলে তাঁরা স্টিল, পিতল বা তামার জিনিসও কিনে থাকেন। এছাড়াও মনে করা হয় ধনতেরাসের দিন এই তিনটি জিনিসের মধ্যে যে কোন একটি কিনলে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা বর্ষিত হয় সেই পরিবারের ওপর। কোনদিন হবে না অর্থাভাব।
advertisement
3/6
জেনে নিন বিস্তারিত- ছোট স্টিলের চামচঃ ধনতেরাসে সোনা রূপো কেনার চল থাকলেও, তা যদি না কিনতে পারেন তাহলে আর কিছু না কিনে একটি ছোট স্টিলের চামচ কিনতেই পারেন। তবে ওই চামচটি অত্যন্ত যত্ন সহকারে রাখতে হবে আপনাকে। এই চামচের মাধ্যমেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং তা আপনার গোটা পরিবারের উপর বিরাজ করবে।
জেনে নিন বিস্তারিত- ছোট স্টিলের চামচঃ ধনতেরাসে সোনা রূপো কেনার চল থাকলেও, তা যদি না কিনতে পারেন তাহলে আর কিছু না কিনে একটি ছোট স্টিলের চামচ কিনতেই পারেন। তবে ওই চামচটি অত্যন্ত যত্ন সহকারে রাখতে হবে আপনাকে। এই চামচের মাধ্যমেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং তা আপনার গোটা পরিবারের উপর বিরাজ করবে।
advertisement
4/6
ধনিয়া বীজঃ অনেকেই হয়ত জানেন না ধনতেরাসের শুভ দিনে ধনিয়া বীজ কেনার একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে। লক্ষ্মী পুজোর সময় এই বীজ দেবীকে নিবেদন করে পুজো করার পর কিছুটা বীজ একটি মাটির পাত্রে বা আপনার বাড়ির পিছনের অংশে পুঁতে দিয়ে বাকিটা নিরাপদে রাখতে হবে।
ধনিয়া বীজঃ অনেকেই হয়ত জানেন না ধনতেরাসের শুভ দিনে ধনিয়া বীজ কেনার একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে। লক্ষ্মী পুজোর সময় এই বীজ দেবীকে নিবেদন করে পুজো করার পর কিছুটা বীজ একটি মাটির পাত্রে বা আপনার বাড়ির পিছনের অংশে পুঁতে দিয়ে বাকিটা নিরাপদে রাখতে হবে।
advertisement
5/6
সোলাহ প্রসাধনী সামগ্রী : এই দিনে বিবাহিত মহিলাকে ‘সোলহা শ্রিংগার’ বা সিঁদুর সহ একটি লাল শাড়িও উপহার দিতে পারেন। তবে যদি বাড়িতে বা আশেপাশে কোন বিবাহিত মহিলাকে এই জিনিস দেওয়ার মত না পান, তাহলে কোন অবিবাহিত মেয়েকে দিয়েও আশীর্বাদ করতে পারেন। এতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন।
সোলাহ প্রসাধনী সামগ্রী : এই দিনে বিবাহিত মহিলাকে ‘সোলহা শ্রিংগার’ বা সিঁদুর সহ একটি লাল শাড়িও উপহার দিতে পারেন। তবে যদি বাড়িতে বা আশেপাশে কোন বিবাহিত মহিলাকে এই জিনিস দেওয়ার মত না পান, তাহলে কোন অবিবাহিত মেয়েকে দিয়েও আশীর্বাদ করতে পারেন। এতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন।
advertisement
6/6
যদি এই সময় আপনি ধনতেরাস উপলক্ষ্যে কোন জিনিস নাও কিনতে পারেন, তবে ভুল করেও অ্যালুমিনিয়াম বা কাচের কোন জিনিস কিনবেন না। তাতে কিন্তু মা লক্ষ্মী বিরূপ হয়ে যেতে পারেন। কারণ এই বিশেষ দিনে এই বস্তুগুলি কেনা অশুভ বলে মনে করা হয়।
যদি এই সময় আপনি ধনতেরাস উপলক্ষ্যে কোন জিনিস নাও কিনতে পারেন, তবে ভুল করেও অ্যালুমিনিয়াম বা কাচের কোন জিনিস কিনবেন না। তাতে কিন্তু মা লক্ষ্মী বিরূপ হয়ে যেতে পারেন। কারণ এই বিশেষ দিনে এই বস্তুগুলি কেনা অশুভ বলে মনে করা হয়।
advertisement
advertisement
advertisement