রাজার এমন পরিস্থিতিতে শোকস্তব্ধ ও আতঙ্কিত বাকি পড়ুয়ারা। চোখের সামনে বসে বসে মরে গেল বন্ধু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্লাসের সেই ভিডিও। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাজাকে লুটিয়ে পড়তে। যদিও এই ভিডিও-র সত্যতা নিউজ ১৮ বাংলা যাচাই করেনি। ক্লাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি।
আরও পড়ুন: প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণ উল্লেখ করতে হবে চিকিৎসকদের, বিরাট নির্দেশ কেন্দ্রের
ভিডিওটিতে কী দেখা যায়? একটি ঘরের মধ্যে প্রায় একশো জন চাকরিপ্রার্থী বসে শিক্ষকের পড়ানো শুনছিলেন। সকলের নজর ছিল শিক্ষকের দিকে। সেই ভিড়ের মাঝে আচমকাই এক যুবক অসুস্থ বোধ করছিলেন। কালো টিশার্ট পরা ওই যুবক বেঞ্চে মাথা নীচু করে রাখেন কিছু ক্ষণ। পাশে বসা আর এক যুবককে দেখা যায় তাঁকে কিছু জিজ্ঞাসা করছেন।
আরও পড়ুন: স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!
কালো টি শার্ট পরা ওই যুবক আবার মাথা তুলে বসার চেষ্টা করেন। কিন্তু তখনই আবার তিনি ঢলে পড়েন। সহপাঠীর শরীর খারাপ হয়েছে বুঝতে পেরে শিক্ষককে হাত নেড়ে বিষয়টি জানানোর চেষ্টা করেন কয়েক জন। কিন্তু আচমকাই চেয়ার থেকে মেঝেতে পড়ে যান যুবক। তার পর জ্ঞান হারান। ক্লাসের মধ্যে এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। যুবককে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে।