TRENDING:

পাওয়া যাচ্ছে না ভৌতিক পুতুল 'অ্যানাবেল'-কে! ফের কী শুরু হবে আতঙ্কের খেলা? আসল সত্যিটা কী?

Last Updated:

Annabelle doll: বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও ভৌতিক বস্তু হিসেবে পরিচিত 'অ্যানাবেল' পুতুল ফের উঠে এসেছে আলোচনায়। এই ভৌতিক পুতুলকে নাকি পাওয়া যাচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও ভৌতিক বস্তু হিসেবে পরিচিত ‘অ্যানাবেল’ পুতুল ফের উঠে এসেছে আলোচনায়। এই ভৌতিক পুতুলকে নাকি পাওয়া যাচ্ছে না। সম্প্রতি লুইজিয়ানার ঐতিহাসিক নটোয়ে রিসোর্টের মিউজিয়ামে আগুন লাগে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয় যে অ্যানাবেল পুতুলটি “ডেভিলস অন দ্য রান” নামক এক অতিপ্রাকৃত ট্যুরে অংশ নেওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে।
News18
News18
advertisement

এমনকি কিছু পর্যটকও দাবি করেন, তারা ট্যুর চলাকালীন পুতুলটিকে দেখতে পাননি। এই গুজব আরও বেড়ে যায় যখন এক সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী পোস্ট করেন, ১৩ মে ২০২৫-এ পুতুলটি নিউ অরলিন্সে আনা হয়। সেখানে ১৫ মে আগুন লাগে। ১৬ মে ১১ জন কয়েদি পালায় — যা অনেকেই ‘অমঙ্গলজনক যোগাযোগ’ হিসেবে দেখছেন।

advertisement

advertisement

তবে এই গুজব খুব দ্রুতই খণ্ডন করেন নিউ ইংল্যান্ড সোসাইটি ফর সাইকিক রিসার্চ (NESPR)-এর প্রধান তদন্তকারী ড্যান রিভেরা। তিনি একটি ভিডিও প্রকাশ করে জানান, অ্যানাবেল এখনো NESPR-এর ওয়ারেন’স অকাল্ট মিউজিয়ামের কাঠের কেসের মধ্যে সুরক্ষিত অবস্থায় রয়েছে। তার কথায়, “অ্যানাবেল নিখোঁজ নয়; সে শিকাগোতেও নেই।”

আরও পড়ুনঃ ধাক্কা-ধাক্কি থেকে চর-ঘুষি! বাংলাদেশের ব্যাটারকে মাঠেই প্রহার দক্ষিণ আফ্রিকার স্পিনারের!ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, অ্যানাবেল পুতুলের ইতিহাস ১৯৭০-এর দশকের কানেক্টিকাটে, এক নার্সের হাতে উপহার হিসেবে আসার পর থেকেই শুরু। তার নড়াচড়া, নোট রেখে যাওয়া এবং আক্রমণাত্মক আচরণ এই পুতুলকে ভয়ঙ্কর এক কিংবদন্তিতে পরিণত করে। যদিও ওয়ারেন’স মিউজিয়াম এখন জনসাধারণের জন্য বন্ধ, বিশেষ অতিথিদের জন্য এখনও এটি খোলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আবারও স্পষ্ট হলো, রহস্য ও আতঙ্ক নিয়ে অ্যানাবেল আজও মানুষের কল্পনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পাওয়া যাচ্ছে না ভৌতিক পুতুল 'অ্যানাবেল'-কে! ফের কী শুরু হবে আতঙ্কের খেলা? আসল সত্যিটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল