TRENDING:

জেনে নিন হাতের কোন করের কী মাহাত্ম্য

Last Updated:

বুড়ো আঙুলের দু’টি পর্ব আছে। আবার নীচের দাগের কিছু অংশকে তৃতীয় পর্ব বলে। কোন আঙুলের কোন পর্ব কী রকম হবে? দেখে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাতের কোনও একটা আঙুলকে তিন ভাগে ভাগ করলে তার প্রতিটি অংশকে এক একটি পর্ব বলে। কেবল বুড়ো আঙুলের দু’টি পর্ব আছে। আবার নীচের দাগের কিছু অংশকে তৃতীয় পর্ব বলে। কোন আঙুলের কোন পর্ব কী রকম হবে? দেখে নিন।
advertisement

১ নং চিহ্নিত জায়গাটি ইচ্ছাশক্তি নির্দেশ করে।

২ নং চিহ্নিত জায়গাটি বিচারশক্তি নির্দেশ করে।

৩ নং চিহ্নিত জায়গাটি মান, অপমান নির্দেশ করে।

৪ নং চিহ্নিত জায়গাটি পদমর্যাদা ও শারীরিক শক্তি নির্দেশ করে।

৫ নং চিহ্নিত জায়গাটি মানসিক শক্তি নির্দেশ করে।

৬ নং চিহ্নিত জায়গাটি ভক্তি ভাব নির্দেশ করে।

আরও পড়ুন:  যেমন খুশি রুদ্রাক্ষ নয়, সুফল পেতে ধারণ করুন রাশি মেনে

advertisement

৭ নং চিহ্নিত জায়গাটি আর্কষণ ভাব নির্দেশ করে।

৮ নং চিহ্নিত জায়গাটি তীর্থভ্রমণ বোঝায়।

৯ নং চিহ্নিত জায়গাটি ঐশ্বর্য ও দারিদ্রের অবস্থা নির্দেশ করে।

১০ নং চিহ্নিত জায়গাটি বিচারশক্তি নির্দেশ করে।

১১ নং চিহ্নিত জায়গাটি সাধারণ শক্তি নির্দেশ করে।

১২ নং চিহ্নিত জায়গাটি সাহস ও মনোবল নির্দেশ করে।

১৩ নং চিহ্নিত জায়গাটি রাজমন্ত্রিত্ব নির্দেশ করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১৪ নং চিহ্নিত জায়গাটি মানসিক তেজ নির্দেশ করে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জেনে নিন হাতের কোন করের কী মাহাত্ম্য