ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। যা ভাগ করে নিয়েছেন রাধিকা ধীমান। ওই ভিডিও-য় দেখা গিয়েছে রাধিকাকেও। এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে, বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে ভিডিওটি। তবে এই ভিডিও-র মাধ্যমে একটি বার্তাও দেওয়া হয়েছে। আর সেটি হল – কঠোর পরিশ্রমের ফল মিষ্টি হয়।
advertisement
ভিডিও-য় দেখা যাচ্ছে যে, লোকের বাড়ি থেকে মুঠো মুঠো বালি চুরি করছেন রাধিকা। আবার সেই সময় এ-ও নজরে রাখছেন যে, কেউ যেন তাঁকে দেখতে না পান। এরপর তিনি রীতিমতো লুকিয়ে-লুকিয়ে রাস্তায় পড়ে থাকা ইটও চুরি করে নেন। দেখে মনে হবে, বিষয়টা মজাদার। আসলে এমন কাজ করে রাধিকা নিজের একটা বাড়ি পর্যন্ত হাঁকিয়ে ফেলেছেন। এরপর চশমা পরে স্টাইলে নিজের বাড়ি থেকে বেরোতে দেখা যায় রাধিকাকে। যদিও মজা করেই তিনি ভিডিওটি বানিয়েছেন। তাই ভুলেও এটা ভাবার প্রয়োজন নেই যে, এমনটা সত্যি ঘটেছে। এই ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, কঠোর পরিশ্রম করলে ভাল ফল পাওয়া যাবেই যাবে।
ইনস্টাগ্রামে প্রচুর মানুষ রাধিকার ভিডিওটি পছন্দ করেছেন। ১৩ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন এই ভিডিও। আবার হাজার হাজার মানুষ লাইক আর শেয়ারও করেছেন এটি। শুধু তা-ই নয়, কমেন্ট বক্সে প্রচুর মন্তব্যও জমা পড়েছে। ওই ভিডিও-য় মন্তব্য করে প্রকাশ সিং ধোনি লিখেছেন, “দিদি প্রমাণ করে দিলেন যে, অল্প অল্প করেই পাত্র ভরাট হয়।” আবার এক মহিলা লিখেছেন, “এই ভাবে বাড়ি তৈরি করতে কতটা সময় লেগেছে আপনার?” মঞ্জু পারমার নামে একজন মন্তব্য করেছেন যে, “আপনি দারুণ ব্যক্তিত্ব। আবার সমর নামে এক ব্যক্তি লিখেছেন যে, কীভাবে উন্নতি ঘটে, সেটাই জানতে পারলাম।” শিবম শর্মা লিখেছেন, “অল্প কঠোর পরিশ্রম আর বাড়ি তৈরি হয়ে গেল।” অন্যদিকে ভাবনা রায় মজাচ্ছলে লিখেছেন, “এদিক থেকে ইট, ওদিক থেকে পাথর, পরিবারে যোগ দিলেন ভানুমতী।”