India-Myanmar Border: সীমান্তে বিশাল সুড়ঙ্গ উদ্ধার ! যাতায়াত করতে পারে আস্ত ট্রাক, হতবাক সেনা কর্তারাও, কী চলত এখানে?

Last Updated:

India-Myanmar Border Tunnel: মাদক পাচারের জন্য আস্ত সুড়ঙ্গ তৈরি করে ফেলেছে পাচারকারীরা। সেই সুড়ঙ্গ দৈর্ঘ্যে ও প্রস্থে এতটাই বড় যে আস্ত ট্রাক ঢুকে যেতে পারে।

ভারত-মায়ানমার সীমান্তে বিশাল সুড়ঙ্গ উদ্ধার ! (PIB)
ভারত-মায়ানমার সীমান্তে বিশাল সুড়ঙ্গ উদ্ধার ! (PIB)
নয়াদিল্লি: সীমান্তে জোরদার নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও মাদক পাচার থামছে না। এর মধ্যেই রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এল। মাদক পাচারের জন্য আস্ত সুড়ঙ্গ তৈরি করে ফেলেছে পাচারকারীরা। সেই সুড়ঙ্গ দৈর্ঘ্যে ও প্রস্থে এতটাই বড় যে আস্ত ট্রাক ঢুকে যেতে পারে।
অন্য দিকে, অসম ও ত্রিপুরা থেকে ৩২ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টিলিজেন্স বা ডিআরআই। এর বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা। দুটি ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, গত ১৯ জানুয়ারি অসমের কাছাড় জেলার দ্বারবন্দ বাজার এলাকা থেকে ২৬ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার হয়। পাচারকারীরা মিজোরামের ভারত-মিয়ানমার সীমান্ত দিয়ে এই মাদক ভারতে নিয়ে আসে। অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসাম রাইফেলস (শিলচর)। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টিলিজেন্স।
অর্থ মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, “বিশেষভাবে তৈরি সুড়ঙ্গের মধ্যে দিয়ে অশোক লেল্যান্ডের ট্রাকে অবৈধ মাদক পাচার হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্ত হওয়া মাদকের দাম প্রায় ২৬ কোটি টাকা।”
advertisement
ত্রিপুরা থেকেও প্রচুর পরিমাণে মাদক উদ্ধার: এরপর ২০ জানুয়ারি ত্রিপুরার রাজধানী আগরতলায় একটি ট্রাক থেকে ৬ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করে ডিআরআই। এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। ডিআরআই অফিসাররা জানিয়েছেন, তল্লাশির সময় ট্রাকের ড্যাশবোর্ডের নীচ থেকে মাদক উদ্ধার হয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, চলতি আর্থিক বছরে ডিআরআই এখনও পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে মাদক ও অবৈধ দ্রব্য পাচারের ৩৬টি মামলা নথিভুক্ত করেছে। গ্রেফতার করেছে ৭০ জনকে। ধৃতদের মধ্যে ৭ জন মহিলা।
উদ্ধার হওয়া অবৈধ মাদকের মধ্যে রয়েছে ২৩১ কেজি মেথামফেটামিন ট্যাবলেট, ১৬ কেজি হেরোইন, ১,৩৭৫ কেজি গাঁজা (ক্যানাবিস) এবং ৩.৭ কেজি হাইড্রোপনিক উইড। এগুলোর মোট বাজারমূল্য ৩৫৫ কোটি টাকার বেশি। অবৈধ মাদক পাচার এবং পরিবহনের জন্য ব্যবহৃত ৩২টি যানবাহন বাজেয়াপ্ত করেছে ডিআরআই। এর মধ্যে রয়েছে ১৯টি গাড়ি এবং ১৩টি ট্রাক।
advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, উত্তর-পূর্ব ভারতে হাইড্রোপনিক উইড পাচারের নতুন প্রবণতা দেখা যাচ্ছে। হাইড্রোপনিক উইড হল এক ধরণের মারিজুয়ানা যা মাটির পরিবর্তে পুষ্টিকর জলসমৃদ্ধ পরিবেশে চাষ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
India-Myanmar Border: সীমান্তে বিশাল সুড়ঙ্গ উদ্ধার ! যাতায়াত করতে পারে আস্ত ট্রাক, হতবাক সেনা কর্তারাও, কী চলত এখানে?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement