FFACE Calendar 2025: এবছরের কভার ফেস অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, চোখধাঁধানো রাজকীয় অনুষ্ঠানে প্রকাশ্যে এল FFACE Calendar Edition 11
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
FFACE Calendar 2025: অনুষ্ঠান আলো করে উপস্থিত হয়েছিলেন এবছরের ‘কভার ফেস’ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে ছিলেন FFACE-এর ফাউন্ডার ডিরেক্টর নীল রায়, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়, পারমিতা ঘোষ, কৌস্তভ সাইকিয়া এবং অভিনেত্রী ফলক রশিদ রায় প্রমুখ ৷
সম্প্রতি সৌন্দর্য এবং রাজকীয়তার সঙ্গে প্রকাশ্যে আনা হল বহু প্রতীক্ষিত FFACE Calendar Edition 11। FFACE-এর ১১-তম সংস্করণ উন্মোচনের সঙ্গে সঙ্গে এটি আরও একটি মাইল ফলক অর্জন করতে সফল। আর এই অনুষ্ঠানে একই ছাদের তলায় গ্ল্যামার, সৃজনশীলতা এবং অনবদ্য প্রতিভার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। অনুষ্ঠান আলো করে উপস্থিত হয়েছিলেন এবছরের ‘কভার ফেস’ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে ছিলেন FFACE-এর ফাউন্ডার ডিরেক্টর নীল রায়, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়, পারমিতা ঘোষ, কৌস্তভ সাইকিয়া এবং অভিনেত্রী ফলক রশিদ রায় প্রমুখ ৷
advertisement
এক দশকেরও বেশি সময় ধরে FFACE Calendar এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে বারবার ইন্ডাস্ট্রির উঠতি তারকাদের প্রতিভাকে তুলে ধরা হয়েছে। উঠতি তারকাদের তালিকায় শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, রয়েছেন মডেল, ফটোগ্রাফার এবং ডিজাইনাররাও। বলাই বাহুল্য যে, FFACE ক্যালেন্ডার ইন্ডাস্ট্রিতে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
advertisement
ক্যালেন্ডার লঞ্চের সন্ধ্যাটা ছিল চোখধাঁধানো। যেন সেখানে ঘটেছিল গ্ল্যামার, তারকাদের ঝলকানি এবং উদযাপনের এক মিশেল। ফ্যাশন, বিনোদন এবং সংবাদমাধ্যমের দুনিয়া থেকে নামীদামি ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত হয়েছিলেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ক্যালেন্ডারের ১১-তম সংস্করণের কভার ফেস হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এই এডিশনের টাইটেল পার্টনার হয়েছে Dabur Gulabari। GM Modular-এর সহযোগিতায় এই অনুষ্ঠান পরিচালনা করেছে Decoy, Wise Host এবং Fabriq।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement