ঘানার বাসিন্দা মহিলার ওই ভিডিও (Penis in Food Viral Video) বিভিন্ন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে৷ ওই মহিলার দাবি, রাস্তার পাশের এক বিক্রেতার থেকেই ওই খাবার কিনে এনেছিলেন তিনি৷ তবে ভিডিও-টি দেখে নেটিজেনদের অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন৷
ওই মহিলা যে খাবারের পদটি কিনে এনেছিলেন তার নাম টুয়ো জাফি৷ ঘানার অত্যন্ত প্রচলিত এবং জনপ্রিয় পদ এটি৷ বিভিন্ন শস্য দানা এবং মাংস দিয়ে এই পদটি রান্না করা হয়৷ ভিডিও-টিতে দেখা যাচ্ছে, ওই মহিলার হাতে একটি মাংসের খণ্ড রয়েছে৷ সেটি আসলে একটি পুরুষাঙ্গের অংশ বলেই দাবি ওই মহিলার৷
আরও পড়ুন: বিয়েতে এ কী উপহার দিলেন বন্ধুরা ! বাক্সের ভিতরে আসলে কী ছিল ? দেখুন ভাইরাল ভিডিও
ভিডিওটি পোস্ট করে ওই মহিলার পরামর্শ, রাস্তার দোকান থেকে খাবার কিনলে যেন প্রত্যেকেই বাড়তি সতর্ক থাকেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটমাধ্যমে তা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
আরও পড়ুন: রেস্তোরাঁয় গলায় খাবার আটকে অজ্ঞান ! ব্যক্তির ভাইরাল ভিডিও গায়ে শিহরণ জাগাবে
কেউ ওই মহিলাকে পরামর্শ দিয়েছেন বিষয়টি পুলিশকে জানানোর জন্য৷ কারণ যাঁরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন না, তাঁরা হয়তো এই ঘটনার কথা জানতেই পারবেন না৷ আবার কারও দাবি, মহিলা যে জিনিসটিকে পুরুষাঙ্গ বলে দাবি করছেন সেটি আসলে একটি মাশরুমের টুকরো৷ আর একজন ইন্টারনেট ব্যবহারকারী অবশ্য দাবি করেছেন, অভিযোগ খতিয়ে দেখা উচিত পুলিশের৷ যদি দেখা যায় যে ওই মহিলার দাবি মিথ্যে এবং সস্তায় প্রচার পাওয়ার জন্য তিনি এ রকম করেছেন, তাহলে তাঁর কঠোর শাস্তি হওয়া উচিত৷
তবে এই প্রথম নয়৷ ২০১৬ সালেও ঘানার আকরার বাসিন্দা এক মহিলা খাবারে পুরুষাঙ্গ পাওয়ার অভিযোগ করেছিলেন৷ আকৌসা নামে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়ে ওই পুরুষাঙ্গের ডিএনএ পরীক্ষারও দাবি তোলেন৷