TRENDING:

Ganesh Chaturthi 2022 : রাত পোহালেই গণেশচতুর্থী, এই পুণ্যতিথি কখন শুরু হচ্ছে, থাকবেই বা কত ক্ষণ, জেনে নিন

Last Updated:

Ganesh Chaturthi 2022 : শুভকাজে সিদ্ধিলাভের জন্য তাঁর শরণাপন্ন হন ভক্তরা ৷ সৌভাগ্য, সমৃদ্ধি ও সিদ্ধির দেবতা গণেশের পুজোর দিন এ বছর পড়েছে ৩১ অগাস্ট বা ১৪ ভাদ্র, বুধবার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজো ও পার্বণের সঙ্গে জড়িয়ে যায় তিথির নামও ৷ আগামিকাল বা বুধবার পূজিত হবেন সিদ্ধিদাতা গণেশ ৷ ভাদ্রমাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে তিনি পূজিত হন ৷ তাই তাঁর উপাসনার মাহেন্দ্রক্ষণকে বলা হয় গণেশ চতুর্থী ৷ দেশের অন্যান্য অংশের সঙ্গে বাংলাতেও এখন গণপতির পুজো করা হয় সাড়ম্বরে ৷ শুভকাজে সিদ্ধিলাভের জন্য তাঁর শরণাপন্ন হন ভক্তরা ৷ সৌভাগ্য, সমৃদ্ধি ও সিদ্ধির দেবতা গণেশের পুজোর দিন এ বছর পড়েছে ৩১ অগাস্ট বা ১৪ ভাদ্র, বুধবার ৷ (Ganesh Chaturthi 2022 timing and rituals)
advertisement

গুপ্ত প্রেস পঞ্জিকা মতে, চতুর্থী তিথি শুরু হচ্ছে মঙ্গলবার দুপুর ২ টো ৪১ মিনিট ৪৭ সেকেন্ডে ৷ এই পুণ্যতিথি থাকবে বুধবার দুপুর ২টো ৬ মিনি

ট ৫৩ সেকেন্ড পর্যন্ত ৷ অন্যদিকে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনু্যায়ী, মঙ্গলবার দুপুর ৩ টে ৩৫ মিনিটে চতুর্থী শুরু হচ্ছে ৷ থাকবে বুধবার দুপুর ৩ টে ২৩ মিনিট পর্যন্ত ৷

advertisement

আরও পড়ুন : পান করুন এই মশলা ভেজানো জল, আপনার থেকে শতহস্ত দূরে থাকবে ব্লাড শুগার ও কোলেস্টেরল

আরও পড়ুন :  নাছোড়বান্দা চর্বিকে বিদায় জানান পুজোর আগেই, দ্রুত ওজন কমাতে ডায়েটে দরকার এই ফলগুলির রস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সিদ্ধিদাতার পুজোর প্রথম পর্ব হল আহ্বান ও প্রাণপ্রতিষ্ঠা ৷ প্রদীপ জ্বালিয়ে মন্ত্রপাঠ সহকারে এই পর্বের পর গণপতিকে উৎসর্গ করা হয় ভোগপ্রসাদ ৷ তার পর আরতি করে গণপতিকে স্বাগত জানানো হয় গৃহে ৷ এর পর ষোড়শপচারে পুজো করা হয় ৷ ষোড়শ অর্থাৎ ষোলটি উপচার বা অর্ঘ্য নিবেদন করা হয় তাঁকে ৷ বিগ্রহের পদসেবা করা হয় ৷ পা ধুইয়ে তাঁকে ঘি, দুধ, মধু, দই ও চিনি দিয়ে স্নান করানো করা হয় ৷ একে বলা হয় ‘পঞ্চামৃত স্নান’৷ তার পর স্নানার্ঘ্য দেওয়া হয় সুবাসিত তেল ও গঙ্গাজল ৷ তার পর বিগ্রহকে সাজানো হয় ফুলের মালা, নতুন বস্ত্র ও চন্দনলেপনে ৷ উৎসর্গ করা হয় ফুল ও দূর্বাঘাস ৷ গণপতি আরাধনার আর এক গুরুত্বপূর্ণ অংশ হল ‘উত্তরপূজা’৷ পূজা সমাপনে পরের দিন সব রীতিনীতি মেনে গণপতি বাপ্পাকে নিরঞ্জনের পালা ৷ সঙ্গে তাঁর কাছে জানানো হয় আগামী বছর আবার আসার প্রার্থনা ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ganesh Chaturthi 2022 : রাত পোহালেই গণেশচতুর্থী, এই পুণ্যতিথি কখন শুরু হচ্ছে, থাকবেই বা কত ক্ষণ, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল