তাই আমরা নিয়ে এলাম ভাইরাল হওয়া কিছু মজাদার জোকস। যা অনায়াসে মুখে ছড়িয়ে দেবে হাসির আভা। যাই হোক, বেশি কথা না-বাড়িয়ে দেখেই নেওয়া যাক সেই জোকসগুলি। যা পড়ে প্রাণ, মন খুলে হাসতে পারবেন সবাই।
এক দিন পেট ভরে জিলিপি খেল চিন্টু। তার পরেই মায়ের কাছে চিনি চাইল সে।
advertisement
মা: এখন আবার চিনি খাবি কেন?
চিন্টু: স্কুলে স্যার বলেছেন, খাওয়ার পরে মিষ্টি কিছু খেয়ে নেওয়া উচিত।
হঠাৎ বাইরে বেশ কোলাহল শুনতে পেলেন শাশুড়ি।
শাশুড়ি: বাইরে কে, বউমা?
আরও পড়ুন- কল্যাণ চৌবের জায়গায় বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমঘ্ন ঘোষ
পুত্রবধূ: মা এক ভিখারি এসেছিল। আমি তাড়িয়ে দিয়েছি।
শাশুড়ি (যারপরনাই রেগে গিয়ে): আরে, আমাকে না-জিজ্ঞেস করেই ভিখারিকে তাড়িয়ে দিলে? এখনই তাকে ডাকো!
শাশুড়ির কথামতো পুত্রবধূ ভিখারিকে ফের ডেকে পাঠালেন। আর ডাক শুনেই তড়িঘড়ি ছুটে আসে সেই ভিখারি।
শাশুড়ি: শোনো ভিখারি, আমি এই বাড়ির মালকিন! তাই সাবধান করছি, আবার যদি ভিক্ষা চাইতে এখানে এসেছো! বেরোও এখান থেকে...
শিক্ষক: চিন্টু, আজ তুমি কী রকম ভাল কাজ করেছো?
চিন্টু: এক জন ভদ্রলোক বাস মিস করেছিলেন। এর পর তিনি সেই বাসটিকে ধরার জন্য তার পিছনে ছুটতে শুরু করেন।
শিক্ষক: তো! তাতে কী হয়েছে?
চিন্টু: ভদ্রলোককে ও-ভাবে দৌড়তে দেখে আমি আমার পোষা কুকুরটিকে তাঁর পিছনে ছেড়ে দিয়েছি। আর কুকুরের তাড়া খেয়ে ভয়ে পড়িমরি করে ছুটে ভদ্রলোক ওই বাসটিকে ধরে ফেলেন।
এই মুহূর্তে শিক্ষক চিন্টুকে দৌড় করাচ্ছেন...
