TRENDING:

Weird News: জলপ্রপাতে জলের বদলে বইছে আগুন! প্রকৃতির বিস্ময়কর রহস্য জানলে আশ্চর্য হবেন

Last Updated:

কিন্তু জলপ্রপাত থেকে জলের বদলে আগুন বয়ে যেতে দেখেছেন কখনও ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হল জলপ্রপাত। নিজের চোখে জলপ্রপাত দেখতে চাওয়ার বাসনা থাকে অনেকেরই। কিন্তু জলপ্রপাত থেকে জলের বদলে আগুন বয়ে যেতে দেখেছেন কখনও ? সম্ভবত না। কিন্তু আমেরিকার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে এই বিরল দৃশ্যটি দেখতে পাওয়া যাবে। যা দেখলে আশ্চর্য হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। বিশ্বাস না হলেও জলপ্রপাত থেকেই অগ্নিপ্রপাত হয় এই পার্কে।
advertisement

ডেইলিমেইলের একটি প্রতিবেদনে এই অদ্ভুত জলপ্রপাতের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে একটি ছোট জলপ্রপাত রয়েছে, যার নাম হরসেটেল ফলস। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত, আকাশে সূর্য একটি নির্দিষ্ট কোণে থাকে। এই সময়ে সূর্যের আলো জলপ্রপাতের জলের উপরে পড়লে অল্প সময়ের জন্য জল উজ্জ্বল কমলা রঙে পরিণত হয় এবং দেখে মনে হয় যেন জলপ্রপাতের পাথরের নিচে অগ্নিশিখা প্রবাহিত হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই দৃশ্য বছরে মাত্র একবারই দেখা যায় এবং তাও মাত্র কয়েক মিনিটের জন্য। আজও নিজের চোখে দৃশ্যটি দেখার জন্য পার্কে ভিড় জমায় বহু মানুষ। এই বিরল দৃশ্যটি ফ্রেমবন্দি করতে স্থানটিতে পৌঁছয় সারা বিভিন্ন ফটোগ্রাফাররা। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার স্কট গেডিম্যান বলেন, 'সূর্য যখন ঠিক ৯০ ডিগ্রিতে থাকে তখন এই ঘটনা ঘটে।এটি একটি চমৎকার দৃশ্য। এটা একটা জাদুকরী মুহূর্ত। ঘটনাটি কয়েক মিনিট স্থায়ী হয়।'

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Weird News: জলপ্রপাতে জলের বদলে বইছে আগুন! প্রকৃতির বিস্ময়কর রহস্য জানলে আশ্চর্য হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল