ব্যথায় ছেলেটি ছটফট করছে এবং প্রায় অজ্ঞান হয়ে পড়েছে। এর পরই অবাক কাণ্ড। ছেলেটিকে পরীক্ষা করে স্তম্ভিত চিকিৎসকরা! কী আছে পেটের ভিতর? যা জানা গেল…ঘটনায় শোরগোল উত্তরপ্রদেশের অম্বেডকর নগরে।
advertisement
আরও পড়ুন- রাত ২টোয় মেয়ের ঘরে কে? ঘুম ভেঙে বাবা এসে ‘উঁকি’ দিতেই শিউরে ওঠেন…! ধুলোয় মিশল সব সম্মান
চিকিৎসকরা যখন ছেলেটির শারীরিক পরীক্ষা করেন, তখন একটি অবাক করা বিষয় সামনে আসে। এক্স-রে করার পর রোগীর পেটের ভেতরের চিত্র দেখে চিকিৎসকেরা হতবাক হয়ে যান। চমকপ্রদ বিষয় হল, ছেলেটির পেটে লোহা দিয়ে তৈরি রেঞ্চ এবং নাট-বোল্ট পাওয়া গেছে। মঙ্গলবার, উত্তরপ্রদেশের অম্বেডকর নগর জেলা হাসপাতালে যখন একজন রোগীর অপারেশন করা হয়, তখন তার পেট থেকে ১০টি লোহার বস্তু বের করা হয়। এর মধ্যে রেঞ্চ এবং নাট-বোল্ট ছিল। চিকিৎসকেরা জানান, বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল।
গত শুক্রবার, রোগীকে তার পরিবারের সদস্যরা পেট ব্যথার অভিযোগ নিয়ে জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং তাকে ওপি-ডিতে দেখানো হয়। পরিবারের লোকজন জানান, রোগী কিছু খেয়ে ফেলেছে। এরপর চিকিৎসক তার এক্স-রে এবং সিটি স্ক্যান করান। সেখানেই পেটের মধ্যে রেঞ্চ এবং নাট-বোল্টের মতো বস্তু দেখা যায়।
এরপর অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। জেলা হাসপাতালে রোগীর অপারেশন করা হয় এবং তার পেট থেকে ওই লোহার বস্তুগুলো বের করা হয়। জেলা হাসপাতালের চিকিৎসক ড. বিপিন ভার্মা, যিনি এই অপারেশনটি করেছিলেন, তিনি জানান যে, অপারেশনের পর রোগী এখন ভালো আছেন।
ডাক্তার আরও জানান, এটি একটি মানসিক রোগের কারণে হয়ে থাকে, যেখানে রোগী মাঝে মাঝে মাটি, প্লাস্টিক ইত্যাদি খেতে থাকে। অনেক সময় সে লোহার বস্তুও খেয়ে ফেলে। এমনকি সে তার শরীর থেকে চুল তুলে সেটিও খেয়ে ফেলে। একে **ট্রাইকোভেজার্ভ** বলা হয়।
অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং রোগীর পেট থেকে ৬-৭টি রেঞ্চ এবং ৩-৪টি নাট-বল্টু বের করা হয়। বর্তমানে তার অবস্থা ভালো। রোগীর বাবা জানান, তিনি কলকাতায় ছিলেন। সেখান থেকে ফিরে আসার পরই ছেলের এই অবস্থা হয়। প্রথমে তাকে অনেক প্রাইভেট চিকিৎসকের কাছে দেখানো হয়, যেখানে ডাক্তার জানান যে, তার পেটে লোহার বস্তু রয়েছে। পরে আরেকজন চিকিৎসক তাকে লখনউ নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে শেষে এখানে এনে পরীক্ষা করানোর পর অপারেশন করানো হয়।