দ্বিতীয়বার মা হতে চলেছেন পপি। তাঁর একটি ছেলে রয়েছে। তার নাম অর্জুন। পপির মা হওয়ার খবর শুনে তাঁর চ্যানেলের অনেক দর্শক শুভেচ্ছা জানিয়েছিলেন। পপি কিচেন ব্লগ ছাড়াও ফেসবুকে ‘পপি কিচেন’, ‘পপি কিচেন ফ্যামিলি ভ্লগ’ এবং ‘দ্য রিয়েল ভিলেজ কুকিং’ নামের তিনটি পেজ রয়েছে তাঁর।
আরও পড়ুন- অদ্ভুত কাণ্ড, আগুন ছাড়াই তৈরি হচ্ছে ধোঁয়া ওঠা কফি! দেখুন সেই ভাইরাল ভিডিও
advertisement
পপির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন। ইউ টিউব থেকেই প্রতি মাসে অর্থ উপার্জন করেন তিনি। বহু মানুষ তাঁর ভিডিও দেখতে ভালবাসে। একেবারে গ্রাম্য পরিবেশে রান্না করেন তিনি। সঙ্গে থাকেন তাঁর পরিবারের লোকজন। পুরনো দিনের মা-মাসিদের রেসিপি থেকে আধুনিক সময়ের বিরিয়ানি, কিছুই বাদ যায় না।
আরও পড়ুন- বোতল খুলে একবার খেয়ে ফেলে রাখেন ওয়াইন? খবরদার! কতদিন পর্যন্ত খাওয়া যায় জানুন আজই
এবার মা ও শাশুড়ির আশার্বীদে পপির সাধভক্ষণের অনুষ্ঠান হয়ে গেল। মেনুতে ছিল ভাত, সুক্তো, ডাল, পাঁচ রকমের ভাজা, এঁচোড় চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, চাটনি, পায়েস, মিষ্টি। স্বামীর থেকে উপহার হিসেবে সোনার গয়না পান পপি। তাঁর মা ও শাশুড়িও তাঁকে আশীর্বাদ করেন অনুষ্ঠানে।
পপির সাধভক্ষণের অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যে কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।