সাধারণত ক্রিসমাস ট্রি-র নীচে উপহার সাজানো থাকে। থাকে চকোলেট, কেক, খেলনা। কিন্তু দক্ষিণ আফ্রিকার এক পরিবারের ঘরের ক্রিসমাস ট্রি-র নীচে যা মিলল তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনের। বিশ্বের অন্যতম বিষধর সাপ ব্ল্যাক মাম্বা বসেছিল ক্রিসমাস ট্রি-র নীচে। এমন ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়তেই সর্প বিশারদকে ডেকে পাঠান পরিবারের লোকেরা।
আরও পড়ুন: ম্যালে থিক থিক করছে ভিড়, ক্রিসমাস মুডে পাহাড়ের রানি দার্জিলিং! দেখুন
advertisement
নিক এভান্স নামের ওই বিশেষজ্ঞ নিজেই ওই সাপকে উদ্ধার করেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, বাইরে মালির অত্যাচারে বিরক্ত হয়েই ঘরে ক্রিসমাস ট্রি-র নীচে আস্থানা নিয়েছিল সাপটি। দরজাও খোলা ছিল সেই সময়। সাপটিকে ধরার ছবিও শেয়ার করেছেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: বন্ধুর জন্মদিন থেকে ফেরার পথে মৃত্যু! বেহালা দেখল মেদিনীপুরের তরুণীর মর্মান্তিক পরিণতি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। ক্রিসমাস ট্রি-র নীচে এমন বিষধরকে দেখে চমকে উঠেছেন নেটিজেন। অনেকেই মজা করে লিখেছেন, বড়দিনের কেক খেতে এসেছিল সাপটি। অনেকেই আবার বড়সড় অঘটন থেকে রক্ষা পাওয়ার কথা উল্লেখ করেছেন।