TRENDING:

False Banana Tree: এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?

Last Updated:

বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে দুর্ভিক্ষ বা খাদ্যসঙ্কটের সমাধান হতে পারে এই নকল কলা বা ফলস ব্যানানা (False Banana Tree)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দরকার নেই জলসেচ বা সারের৷ চাষ করা যায় বছরের যে কোনও সময়ে৷ এই উদ্ভেদর নাম ‘এনসেট’৷ ইথিওপিয়ায় পর্যাপ্ত পরিমাণে পাওয়া য়ায় এই গাছ৷ যদিও বাইরের দুনিয়ার কাছে এর পরিচয় ‘নকল কলাগাছ’ বলেই৷ বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে দুর্ভিক্ষ বা খাদ্যসঙ্কটের সমাধান হতে পারে এই নকল কলা বা ফলস ব্যানানা (False Banana Tree)৷ এখন ইথিওপিয়ায় সীমাবদ্ধ থাকলেও সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য অংশেও এর চাষ প্রসারিত করতে হবে৷ একে বলা হয় ক্ষুধা প্রতিরোধকারী উদ্ভিদ৷
advertisement

এনসেট-এর বিজ্ঞানসম্মত নাম এনসেট ভেন্ট্রিকোসম৷ কলার সমগোত্রীয় এই গাছের চাষ প্রচুর পরিমাণে হয় ইথিওপিয়ায়৷ তাই এই পুষ্পল উদ্ভিদকে বলা হয় ইথিওপিয়ান ব্যানানা বা অ্যাবিসিনিয়ান ব্যানানা৷ বর্তমানে এনসেট শস্য প্রায় ২০ মিলিয়ন ইথিওপিয়াবাসীর খাবার৷ ‘আফ্রিকার শিং’ বলে পরিচিত ইথিওপিয়ায় এই উদ্ভিদের চাষ প্রচুর৷

এই গাছের কন্দ এবং কাণ্ডকেই খাবার হিসেবে গ্রহণ করা হয়৷ মূল ও কন্দ থেকে শাঁস বার করে ৬ মাস ধরে গেঁজানো হয়৷ তার পর তা দিয়ে তৈরি হয় পাউরুটি৷ ‘কোচো’ নামে পরিচিত এই খাবার ক্যালসিয়াম, জিঙ্ক ও আয়রনের গুরুত্বপূর্ণ উৎস৷

advertisement

আরও পড়ুন : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও

‘এনভায়রনমেন্ট রিসার্চ লেটার’ পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধ এই গাছ নিয়ে আগ্রহ ক্রমশ বাড়িয়ে তুলেছে৷ ওই প্রবন্ধে বলা হয়েছে ১০০ মিলিয়নেরও বেশি লোকের মুখে খাবার তুলে দিতে পারে এই উদ্ভিদ৷ বছরের যে কোনও সময়ে বিনা যত্নে প্রস্ফুটিত হবে এনসেট৷

advertisement

আরও পড়ুন : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে

আরও পড়ুন : রতন টাটার সাক্ষাৎকারের সময় তাঁর বন্ধু চতুষ্পদ গোয়া আগাগোড়া শান্ত হয়েই বসে রইল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজ্ঞানীরা মনে করছেন এই নকল কলাগাছের পরিচিত আরও বৃদ্ধি পাওয়া দরকার৷ বিশেষ করে বিশ্ব জুড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের সময়ে এই গাছের চাষ কৃষিক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারে বলে বিজ্ঞানীদের আশা৷ তাছাড়া এই গাছ ক্ষরা প্রতিরোধ করতে পারে৷ প্রাথমিকভাবে রোয়ান্ডা, উগান্ডা, কেনিয়া-সহ আফ্রিকার অন্যান্য দেশে এর চাষ শুরু করার কথা ভাবা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
False Banana Tree: এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল