চমকে দেওয়ার মতো বিষয় এটাই, পুরুষটির ৪ সন্তান এবং মহিলার ৫ সন্তান রয়েছে। একসঙ্গে তাঁদের ৯টি সন্তানকে ফেলে রেখে তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন।
আরও পড়ুন: কার্বন-ডাই-অক্সাইড কী? ছাত্রের উত্তর অবাক শিক্ষক! মিস না করে আপনারাও দেখুন…
ঘটনার প্রকাশ ঘটে যখন স্বামী ফেসবুকে স্ত্রীর সঙ্গে তোলা বিয়ের ছবি পোস্ট করেন। ছবি দেখে হতবাক হয়ে যান প্রথম স্ত্রী, এবং তিনি একটি আর্থিক দাবি জানান।
advertisement
ঘটনা প্রায় এক সপ্তাহ আগের। জানা গিয়েছে, মহরিয়া গ্রামের গীতা নামের পাঁচ সন্তানের মা একই গ্রামের চার সন্তানের বাবা গোপাল-এর সঙ্গে পালিয়ে যান। ৫ এপ্রিল গোপালের ফেসবুক প্রোফাইলে তাঁদের বিয়ের ছবি দেখে গ্রামবাসীরা বিষয়টি জানায় গীতার স্বামী শ্রীচন্দ্র ও গোপালের স্ত্রীকে।
আরও পড়ুন: রোজগার নেই, স্বামীর কলার ধরে প্রকাশ্যে একের পর এক থাপ্পড় মহিলার! ভাইরাল সেই ভিডিও, দেখুন…
গীতার পরিবার ভেবেছিল তিনি বাপের বাড়ি গিয়েছেন। কিন্তু ফেসবুকের ছবি দেখে সব স্পষ্ট হয়ে যায়। শ্রীচন্দ্র বলেন, “আমার গীতার সঙ্গে আর কোনও সম্পর্ক নেই, আমি শুধু গয়না ও টাকা ফেরত চাই।” গোপালের স্ত্রী জানান, “গোপাল আমার কাছে মৃত। ও যেখানে খুশি থাকুক, আমি চাই ও আমাদের সন্তানদের খরচ বহন করুক। আমি হাসপাতালের ঝাড়ুদারের কাজ করে সংসার চালাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।