আরও পড়ুন- দেওয়া হবে রাজকীয় সম্মান; পটনার এই ঘাটেই সম্পন্ন হবে প্রয়াত গায়িকা সারদা সিনহার শেষকৃত্য
এদিকে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কোনও শুভ সময় ছিল না। যার জেরে এই সময়টায় কোনও বিয়েও হয়নি। এবার নভেম্বর মাস থেকে বিয়ের মরশুম শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ চলতি মাসেই ফের শোনা যাবে সানাইয়ের সুর। আর বিয়ের এই মরশুম চলবে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত। আর বিয়ের মরশুম শুরু হওয়ার প্রাক্কালে একটি বিয়ের কার্ড ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
কিন্তু কেন ভাইরাল হচ্ছে সেই বিয়ের কার্ড? আসলে অতিথিদের জন্য বিয়ের কার্ডে দেওয়া হয়েছে এক বিশেষ বার্তা। তবে সেই বার্তা পড়ে অতিথিরা কী ভাবছেন, সেটা স্পষ্ট নয়। কিন্তু ওই বার্তা পড়ে নিঃসন্দেহে হাসিতে ফেটে পড়ছেন নেটিজেনরা। আসলে কার্ডের একেবারে উপরের দিকেই অতিথিদের জন্য লেখা হয়েছে সেই বিশেষ বার্তা। কার্ডে নিমন্ত্রিতদের নামই শুধু লেখা হয়নি, সেই সঙ্গে দেওয়া হয়েছে একটা বিশেষ সতর্কবার্তা!
কিন্তু কী এমন লেখা রয়েছে বিয়ের কার্ডে? আসলে তাতে রয়েছে একটি বিশেষ নোট। নোটটিতে লেখা হয়েছে যে, “এই বিয়েতে সৌরভকে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। যদি তাঁকে কোথাও দেখা যায়, তাহলে তাঁকে তাড়া করা হবে।” এই কার্ডটি দেখার পরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিজেদের চেনাজানা সমস্ত সৌরভকে ট্যাগ করছেন। আবার কেউ কেউ এই সতর্কবাণীর কারণ অনুমান করেছেন। তাঁদের দাবি, ওই ব্যক্তির হবু স্ত্রীর সঙ্গে জনৈক সৌরভ বলে ওই ব্যক্তির কোনও সম্পর্ক ছিল। আবার কেউ কেউ সৌরভকে খারাপ ছেলে বলে দাবি করছেন। যদিও অনেক খোঁজাখুঁজির পরে জানা গিয়েছে যে, বিয়ের ওই কার্ডটি বেশ পুরনো। মনে করা হচ্ছে যে, ওই বিয়ের কার্ডটি ২০২৪ সালের এপ্রিল মাসের। তবে সেটি আরও একবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।