Thailand Visa Free Travel: ভারতীয় পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ, অনির্দিষ্টকালের জন্য ভিসা-ফ্রি এন্ট্রির ঘোষণা থাইল্যান্ডের, আপনার যা জানা দরকার

Last Updated:
Thailand Announces Indefinite Visa-Free Entry for Indian Nationals: নিজের খুশি মতো ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। এমনটাই জানিয়েছে ‘ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড’। আরও বেশি সংখ্যক ভারতীয় পর্যটক টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1/7
থাইল্যান্ডে যেতে এখন আর ভিসা লাগবে না। খুশি মতো ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। এমনটাই জানিয়েছে ‘ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড’। আরও বেশি সংখ্যক ভারতীয় পর্যটক টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
থাইল্যান্ডে যেতে এখন আর ভিসা লাগবে না। খুশি মতো ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। এমনটাই জানিয়েছে ‘ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড’। আরও বেশি সংখ্যক ভারতীয় পর্যটক টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
2/7
প্রসঙ্গত, কয়েক মাস আগে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা-ফ্রি এন্ট্রি পলিসি চালু করেছিল থাইল্যান্ড, যার শেষ দিন ছিল ২০২৪ সালের ১১ নভেম্বর। এই পলিসির আওতায় ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়া ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকতে পারেন। শুধু তাই নয়, স্থানীয় ইমিগ্রেশন অফিসে আবেদন করে আরও ৩০ দিন থাকার মেয়াদ বৃদ্ধির সুযোগও পান। এই ভিসা ফ্রি এন্ট্রি পলিসির মেয়াদই এবার অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা করেছে থাইল্যান্ড। Photo: Collected
প্রসঙ্গত, কয়েক মাস আগে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা-ফ্রি এন্ট্রি পলিসি চালু করেছিল থাইল্যান্ড, যার শেষ দিন ছিল ২০২৪ সালের ১১ নভেম্বর। এই পলিসির আওতায় ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়া ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকতে পারেন। শুধু তাই নয়, স্থানীয় ইমিগ্রেশন অফিসে আবেদন করে আরও ৩০ দিন থাকার মেয়াদ বৃদ্ধির সুযোগও পান। এই ভিসা ফ্রি এন্ট্রি পলিসির মেয়াদই এবার অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা করেছে থাইল্যান্ড। Photo: Collected
advertisement
3/7
ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড এই খবর নিশ্চিত করেছে। পাশাপাশি ভারতীয় পর্যটক এবং থাই ট্যুরিজমের উপর এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাবের কথা স্বীকার করে নিয়ে ভিসা-ফ্রি এন্ট্রি পলিসিকে স্বাগত জানিয়েছেন নয়াদিল্লির রয়্যাল থাই দুতাবাসের কর্তাব্যক্তিরাও। Photo: Collected
ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড এই খবর নিশ্চিত করেছে। পাশাপাশি ভারতীয় পর্যটক এবং থাই ট্যুরিজমের উপর এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাবের কথা স্বীকার করে নিয়ে ভিসা-ফ্রি এন্ট্রি পলিসিকে স্বাগত জানিয়েছেন নয়াদিল্লির রয়্যাল থাই দুতাবাসের কর্তাব্যক্তিরাও। Photo: Collected
advertisement
4/7
ভিসা ফ্রি ভ্রমণের বেশি কিছু সুবিধা রয়েছে। পর্যটকদের সুবিধা তো হয়ই, সেই দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। কারণ, পর্যটন থেকে আয় বাড়ে। বেশি পর্যটক মানেই থাকার ব্যবস্থা, খাবার, ট্যুর এবং পরিবহন পরিষেবার চাহিদা বাড়বে। সঙ্গে বাড়বে আতিথেয়তা এবং পর্যটন খাতে রোজগার। পাশাপাশি কর্মসংস্থান হবে। কারণ পর্যটক বাড়লে এই সব পরিষেবা দেওয়ার জন্য আরও বেশি মানুষের প্রয়োজন হবে। কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয় ব্যবসায়ীরাও ফুলে ফেঁপে উঠবেন। সব মিলিয়ে থাইল্যান্ডেরই লাভ। Photo: Collected
ভিসা ফ্রি ভ্রমণের বেশি কিছু সুবিধা রয়েছে। পর্যটকদের সুবিধা তো হয়ই, সেই দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। কারণ, পর্যটন থেকে আয় বাড়ে। বেশি পর্যটক মানেই থাকার ব্যবস্থা, খাবার, ট্যুর এবং পরিবহন পরিষেবার চাহিদা বাড়বে। সঙ্গে বাড়বে আতিথেয়তা এবং পর্যটন খাতে রোজগার। পাশাপাশি কর্মসংস্থান হবে। কারণ পর্যটক বাড়লে এই সব পরিষেবা দেওয়ার জন্য আরও বেশি মানুষের প্রয়োজন হবে। কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয় ব্যবসায়ীরাও ফুলে ফেঁপে উঠবেন। সব মিলিয়ে থাইল্যান্ডেরই লাভ। Photo: Collected
advertisement
5/7
থাইল্যান্ড ভ্রমণ: বেড়ানোর আদর্শ জায়গা থাইল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সঙ্গে রয়েছে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। ব্যাংকক দিয়ে থাইল্যান্ড ভ্রমণ শুরু করা যায়। দেশের রাজধানী শহর। একই সঙ্গে প্রাণবন্ত আর গগনচুম্বী অট্টালিকার সহাবস্থান দেখতে পাবেন পর্যটকরা। রয়েছে বিখ্যাত গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট অরুণের মতো মন্দির। চোখ জুড়িয়ে যাবে। Photo: Collected
থাইল্যান্ড ভ্রমণ: বেড়ানোর আদর্শ জায়গা থাইল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সঙ্গে রয়েছে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। ব্যাংকক দিয়ে থাইল্যান্ড ভ্রমণ শুরু করা যায়। দেশের রাজধানী শহর। একই সঙ্গে প্রাণবন্ত আর গগনচুম্বী অট্টালিকার সহাবস্থান দেখতে পাবেন পর্যটকরা। রয়েছে বিখ্যাত গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট অরুণের মতো মন্দির। চোখ জুড়িয়ে যাবে। Photo: Collected
advertisement
6/7
যাঁরা থাইল্যান্ডের শান্ত প্রকৃতিকে খুঁজে দেখতে চান, তাঁদের যেতে হবে উত্তরে চিয়াং মাই শহরে। সবুজে ঘেরা পাহাড়, ট্রেকিংয়ের জন্য আদর্শ। আর রয়েছে অপরূপ কারুকার্য খচিত সব মন্দির। পাহাড়ের কোলে গম্ভীরভাবে মাথা তুলে দাঁড়িয়ে। ব্যাংককের বাইরে বিখ্যাত ফ্লোটিং মার্কেট তো দেখতেই হবে। খালের উপর ভাসছে রঙিন দোকান। এখান থেকে কেনাকাটার অভিজ্ঞতা আজীবন স্মৃতি হয়ে থেকে যাবে।
যাঁরা থাইল্যান্ডের শান্ত প্রকৃতিকে খুঁজে দেখতে চান, তাঁদের যেতে হবে উত্তরে চিয়াং মাই শহরে। সবুজে ঘেরা পাহাড়, ট্রেকিংয়ের জন্য আদর্শ। আর রয়েছে অপরূপ কারুকার্য খচিত সব মন্দির। পাহাড়ের কোলে গম্ভীরভাবে মাথা তুলে দাঁড়িয়ে। ব্যাংককের বাইরে বিখ্যাত ফ্লোটিং মার্কেট তো দেখতেই হবে। খালের উপর ভাসছে রঙিন দোকান। এখান থেকে কেনাকাটার অভিজ্ঞতা আজীবন স্মৃতি হয়ে থেকে যাবে।
advertisement
7/7
আর যাঁরা খেতে ভালবাসেন তাঁদের জন্যও থাইল্যান্ড স্বর্গ। রকমারি পদ, স্বাদেও অতুলনীয়। থাইল্যান্ড ঘোরার খরচ খুব বেশি নয়। পকেট ফ্রেন্ডলিই বলা যায়। এখানকার মানুষজনও বন্ধুত্বপরায়ন। অতিথিদের সেবায় সবসময় হাজির। থাইল্যান্ড তাই স্বপ্নের গন্তব্য। আর ভিসা ফ্রি এন্ট্রি পলিসিতে এখন এর ফায়দা তুলতে পারবেন ভারতীয় পর্যটকরা।
আর যাঁরা খেতে ভালবাসেন তাঁদের জন্যও থাইল্যান্ড স্বর্গ। রকমারি পদ, স্বাদেও অতুলনীয়। থাইল্যান্ড ঘোরার খরচ খুব বেশি নয়। পকেট ফ্রেন্ডলিই বলা যায়। এখানকার মানুষজনও বন্ধুত্বপরায়ন। অতিথিদের সেবায় সবসময় হাজির। থাইল্যান্ড তাই স্বপ্নের গন্তব্য। আর ভিসা ফ্রি এন্ট্রি পলিসিতে এখন এর ফায়দা তুলতে পারবেন ভারতীয় পর্যটকরা।
advertisement
advertisement
advertisement